কলকাতাকে জিতিয়েই মাঠ ছাড়লেন সাকিব
১২ অক্টোবর ২০২১ ০৮:২৩ | আপডেট: ১২ অক্টোবর ২০২১ ১০:৪৬
আইপিএলের প্রথম এলিমিনেটরে শক্তিশালী রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মুখোমুখি সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। শেষ ওভারে প্রয়োজন ছিল মাত্র ৭ রানের। গোটা আইপিএলের বেশিরভাগ সময় ডাগআউটে কাটানো সাকিবের কাঁধেই তখন কেকেআরকে কোয়ালিফায়ারে নিয়ে যাওয়ার ভার। ড্যান ক্রিস্টিয়ানের স্লোয়ারে দুর্দান্ত স্কুপ শটে বল ছুঁড়ে বাউন্ডারিতে ফেলে কলকাতার ডাগ আউটে স্বস্তি এনে দিলেন সাকিব। পরের তিন বলে সিঙ্গেলে কেকেআর ৪ উইকেটে জিতে পৌঁছে যায় কোয়ালিফায়ারে।
এলিমিনেটর ম্যাচে সোমবার রোমাঞ্চকর লড়াইয়ে ৪ উইকেটে জয় পায় কলকাতা। শারজাহর খানিকটা মন্থর উইকেটে বেঙ্গালোরের ১৩৮ পেরিয়ে যায় তারা দুই বল বাকি থাকতে।
নতুন বলে বোলিং শুরু করে আঁটসাঁট বোলিংয়ে ৪ ওভারে ২৪ রান দেওয়ার পর ব্যাটিংয়ে সাকিব আটে নেমে ৬ বলে খেলেন ৯ রানের ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংস।
ম্যাচের নায়ক অবশ্য আরেক স্পিনিং অলরাউন্ডার সুনিল নারাইন। দুর্দান্ত বোলিংয়ে ২১ রানে নেন তিনি ৪ উইকেট। পরে ব্যাটিংয়ে দলের চাপের মধ্যে পাঁচে নেমে খেলেন ৩ ছক্কায় ১৫ বলে ২৬ রানের মহামূল্য ইনিংস।
নারাইনের অমন ইনিংসের পরও শেষ দিকে চাপে পড়ে যায় কলকাতা। তিন বলের মধ্যে নারাইন ও দিনেশ কার্তিককে ফিরিয়ে দেন মোহাম্মদ সিরাজ। সেই সময়েই উইকেটে যান সাকিব, কলকাতার তখন প্রয়োজন ১৪ বলে ১৩।
মুখোমুখি হওয়া প্রথম বলে সাকিব নেন সিঙ্গেল। পরের বলটি ডট খেলেন মর্গ্যান। ১৯তম ওভারে জর্জ গার্টনের দুটি বল খেলে সাকিব নেন দুটি সিঙ্গেল। সেই ওভারে দুটি ডট বল খেলা মর্গ্যান ৪ বলে করতে পারেন ৩।
শেষ ওভারে ড্যান ক্রিস্টিয়ানের প্রথম বলে অফে অনেকটা সরে গিয়ে চমৎকার স্কুপে শর্ট ফাইন লেগের ওপর দিয়ে বাউন্ডারি হাঁকান সাকিব। তাতে ম্যাচ চলে আসে কলকাতার মুঠোয়। চতুর্থ বলে সিঙ্গেল নিয়ে সাকিবই শেষ করেন ম্যাচ।
এর আগে বল হাতেও শুরুটা দারুণ করেন সাকিব। বিরাট কোহলিদের বিপক্ষে নতুন বলে ৪ ওভারে মাত্র ২৪ রান দেন সাকিব। তবে ছিলেন উইকেটশূন্য। আর প্রথমে ব্যাট করে কোহলির ৩৯ রানের সঙ্গে পাডিক্কালের ২১ আর ম্যাক্সওয়েলের ১৫ রানে ভর কর নির্ধারিত ২০ ওভারে ব্যাঙ্গালুরু থামে ৭ উইকেটে ১৩৮ রানে।
সংক্ষিপ্ত স্কোরকার্ড:
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ২০ ওভারে ১৩৮/৭ (পাডিক্কাল ২১, কোহলি ৩৯, ম্যাক্সওয়েল ১৫, ডি ভিলিয়ার্স ১১); (সাকিব ৪-০-২৪-০, নারাইন ৪-০-২১-৪)
কলকাতা নাইট রাইডার্স: ১৯.৪ ওভারে ১৩৯/৬ (শুভমান ২৯, ভেঙ্কটেশ ২৬, মর্গ্যান ৫*, সাকিব ৯*); (সিরাজ ৪-০-১৯-২, হার্শাল ৪-০-১৯-২, চাহাল ৪-০-১৬-২)।
ফলাফল: দুই বল হাতে রেখে কলকাতার ৪ উইকেটের জয়।
ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/
সারাবাংলা/এসএস
কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সাকিব আল হাসান