Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশকে বিশ্বকাপের সেমিফাইনালে দেখছেন সুজন


১০ অক্টোবর ২০২১ ২৩:৩৬ | আপডেট: ১৭ অক্টোবর ২০২১ ১৪:১৯

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিজ্ঞতা সুখকর নয়। ক্রিকেটের ছোট সংস্করণের বিশ্বকাপে মোট ২৫ ম্যাচ খেলে মাত্র পাঁচটিতে জিতেছে বাংলাদেশ। তবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সংস্করণে টাইগাররা আছেন দুর্দান্ত ফর্মে। জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছে মাহমুদউল্লাহর দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের প্রত্যাশা এই বাংলাদেশ এবার বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে।

বিজ্ঞাপন

২০০৭ সালের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল বাংলাদেশ। মূল পর্বে টাইগারদের জয় এই একটাই। নেপাল, আফগানিস্তান, ওমান ও নেদারল্যান্ডসের বিপক্ষে বাকি চারটি জয় মিলেছে প্রাথমিক পর্বে। ২০ ওভারের বিশ্বকাপে আয়ারল্যান্ড এবং হংকংয়ের বিপক্ষেও হারের তিক্ত অভিজ্ঞতা আছে বাংলাদেশের। তবে ব্যর্থতার অতীত পেছনে ফেলে এবারের বিশ্বকাপে দারুণ কিছুর প্রত্যাশা টাইগারদের।

বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে অতীত ভুলে দেওয়ার মতো পারফরম্যান্সের কথা শুনিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান অনেকবার ‘এবার ভালো করা সুযোগ আছে’ বলেছেন। সদ্য পূনরায় বিসিবির পরিচালক নির্বাচিত হওয়া সুজন বললেন একই কথা।

রোববার (১০ অক্টোবর) সংবাদমাধ্যমকে সুজন বলেন, ‘আমার প্রত্যাশা সবসময় ভালো। আমি চিন্তা করি, বাংলাদেশ নিজেদের খেলাটা খেলবে। আমি বলেছি, বাংলাদেশ সেমি-ফাইনাল খেলব বলে আমি বিশ্বাস করি। অনেকেই প্রশ্ন করতে পারে, নিউজিল্যান্ড, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তানের মতো বড় বড় দল থাকতে আমরা কীভাবে সেমি-ফাইনাল খেলব। আমি বলব, এই সংস্করণটা এমন, যে কেউ এখানে যে কাউকে হারাতে পারে।’

বাংলাদেশ দল আগের চেয়ে এবার অনেক বেশি শক্তিশালী বলেছেন সুজন, ‘এর আগে ভারতের কাছে এই সংস্করণে জেতা ম্যাচ আমরা হেরেছি। বারবার তো আমরা একই ভুল করব না। আমার দলে মুশফিক, সাকিব, রিয়াদ, মুস্তাফিজের মতো সিনিয়র ক্রিকেটার আছে। টপ অর্ডার জ্বলে উঠলে… লিটন এখন অনেক অভিজ্ঞ, নাঈম শেখ, তারা যদি জ্বলে ওঠে, আমাদের আটকানো মনে হয় মুশকিল হবে।’

বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে আগামী রোববার। স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে নিজেদের প্রথম ম্যাচ খেলবে মাহমুদউল্লাহর দল। তার আগে ১২ ও ১৪ অক্টোবর শ্রীলংকা ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

বিজ্ঞাপন

বাংলাদেশের বিশ্বকাপ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, কাজী নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।

স্ট্যান্ডবাই: রুবেল হোসেন।

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

খালেদ মাহমুদ সুজন টপ নিউজ টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর