Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্টোকসকে ছাড়াই ইংল্যান্ডের অ্যাশেজ দল, আছেন রুট-বাটলার


১০ অক্টোবর ২০২১ ২১:১৯ | আপডেট: ১৭ অক্টোবর ২০২১ ১৪:২০

আসন্ন মর্যাদার অ্যাশেজের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়ালস ক্রিকেট বোর্ড (ইসিবি)। অ্যাশেজ খেলতে অনীহা প্রকাশ করা ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট এবং সহ-অধিনায়ক জস বাটলার আছেন দলে। দলে নেই আগের অ্যাশেজের নায়ক বেন স্টোকস।

আসন্ন অ্যাশেজ মাঠে গড়াবে কিনা তা নিয়ে দেখা দিয়েছিল বড় শঙ্কা। করোনাভাইরাসের বিধিনিষেধে অস্ট্রেলিয়ার কড়াকড়ির বিষয়টি মানতে নারাজ ছিল ইংল্যান্ড। অধিনায়ক জো রুট ও সহ-অধিনায়ক জস বাটলার অ্যাশেজ খেলতে অনিহা প্রকাশ করেছিলেন। এর মধ্যে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে দফায় দফায় বৈঠক করে ইংল্যান্ড।

বিজ্ঞাপন

গত শুক্রবার ইংল্যান্ড বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল, বিধিনিষেধ শিথিল করতে রাজি হয়েছে অস্ট্রেলিয়া। ফলে শর্তসাপেক্ষে সিরিজ খেলতে যাবে তারা। তার দুই দিন বাদেই দল ঘোষণা করে দিল ইসিবি।

ইংল্যান্ড প্রধান কোচ ক্রিস সিলভারউড বলেছেন, ‘ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়া সফর থাকে সবার জন্য আকাঙ্ক্ষিত। আমি আনন্দিত যে আমাদের হাতের কাছে থাকা সব খেলোয়াড় এই সফরে যেতে রাজি।’ বেন স্টোকস স্বাভাবিকভাবেই ইসিবির হাতে ছিল না। মানসিক অবসাদের কারণে সাময়িক অবসর নেওয়া স্টোকস ক্রিকেটের বাইরে সেই জুলাই থেকে।

অথচ ২০১৯ সালের অ্যাশেজে নায়ক ছিলেন স্টোকস। নিউজিল্যান্ডের বিপক্ষে স্মরণীয় ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল জয়ের পর অ্যাশেজের হেডিংলি টেস্টে ইংল্যান্ডকে প্রায় একাই জিতিয়েছিলেন ইংলিশ অলরাউন্ডার।

এবারের অ্যাশেজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে ডিসেম্বরের ৮ তারিখে, ব্রিসবানে। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৬ ডিসেম্বর। তৃতীয় টেস্ট মেলবোর্নে, শুরু হবে ২৬ ডিসেম্বর। ২০২২ সালের ৫ জানুয়ারি বক্সিংডে টেস্ট শুরু হবে সিডনিতে। সিরিজের শেষ টেস্ট পার্থে, শুরু হবে ১৪ জানুয়ারি।

বিজ্ঞাপন

ইংল্যান্ডের অ্যাশেজ দল: জো রুট (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, ডম বেস, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নাস, জস বাটলার, জ্যাক ক্রলি, হাসিব হামিদ, ড্যান লরেন্স, জ্যাক লিচ, ডেভিড মালান, ক্রেইগ ওভারটন, ওলি পোপ, ওলি রবিনসন, ক্রিস ওকস ও মার্ক উড।

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

অ্যাশেজ জস বাটলার জো রুট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর