রোনালদো এখন ১১২—তে
১০ অক্টোবর ২০২১ ০৮:৪৬ | আপডেট: ১০ অক্টোবর ২০২১ ১৪:০৬
২০২২ বিশ্বকাপের আয়োজক কাতারের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৩-০ গোলের বড় জয় পেয়েছে পর্তুগাল। এদিনে দুই ম্যাচ পর দলে ফিরেই গোলের দেখা পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর তাতেই দেখা পেয়েছেন আন্তর্জাতিক ফুটবলে ১১২তম গোলের। গত মাসে আরেক প্রীতি ম্যাচে ৩-১ গোলে কাতারকে হারিয়েছিল পর্তুগাল।
বিশ্বকাপ বাছাইয়ে গত মাসে আজারবাইজানকে ৩-১ গোলে হারানো ম্যাচ থেকে একাদশে ১০টি পরিবর্তন আনেন পর্তুগাল কোচ সান্তোস। আগের ম্যাচের ছিলেন শুধু আন্দ্রে সিলভা।
ম্যাচের ৩৫তম মিনিটেই গোলের দেখা পেয়ে যেতে পারতেন রোনালদো। ডিয়োগো ডালোটের ক্রস বিপদমুক্ত করার চেষ্টায় বলে পা ছোঁয়াতে ব্যর্থ হন ডিফেন্ডার তারেক সালমান, ডি-বক্সে পেয়ে যান রোনালদো। তাকে রুখতে এগিয়ে আসেন গোলরক্ষক, ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড শট লক্ষ্যে রাখতে পারেননি।
তবে প্রথম সুযোগে গোল করতে ব্যর্থ হলেও এর মাত্র দুই মিনিট পরেই গোলের দেখা পেয়ে যান রোনালদো। বাইলাইনের কাছ থেকে ডালোটের হেড বিপদমুক্ত করতে ব্যর্থ হন সালমান। ছয় গজের ভেতর থেকে বল পেয়ে সহজেই জালে পাঠান রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা রোনালদোর দেশের হয়ে গোল হলো ১১২টি।
গত মাসে বিশ্বকাপ বাছাইয়ে রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করার পথে আগের রেকর্ডধারী আলি দাইকে (১০৯ গোল) ছাড়িয়ে যান তিনি। ওই ম্যাচেই হলুদ কার্ডের খাঁড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচে ও আজারবাইজানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে খেলা হয়নি তার।
দ্বিতীয়ার্ধের শুরুতে রোনালদোর বদলি নামেন রাফায়েল লিয়াও। নুনো মেন্দেসের জায়গায় নেলসন সেমেদো।
বিরতি থেকে ফিরেই মাত্র তিন মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন জোসে ফন্তে। নির্ধারিত সময়ের শেষ মিনিটে দলের বড় জয় নিশ্চিত করে ফেলেন সিলভা। লিয়াওয়ের ক্রসে হেডে গোলটি করেন লাইপজিগের এই ফরোয়ার্ড।
ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে আগামী মঙ্গলবার লুক্সেমবার্গের মুখোমুখি হবে পর্তুগাল। পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের দ্বিতীয় স্থানে আছে তারা।
ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/
সারাবাংলা/এসএস
১১২তম গোল আন্তর্জাতিক সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল