ফিনিশারের ভূমিকা ঠিকঠাক পালন করতে চান শামীম পাটোয়ারি
৯ অক্টোবর ২০২১ ১১:৫২ | আপডেট: ১৭ অক্টোবর ২০২১ ১৫:৩৪
ওমান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটা দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। বিশেষ করে টাইগার ব্যাটারদের টি-টোয়েন্টি মেজাজের ব্যাটিংটা উপভোগ করেছেন দলের সবাই। বড় জয়ের পর ওমান থেকে পাঠানো ভিডিও বার্তায় দলের ব্যাটিং নিয়ে তৃপ্তি এবং দলে নিজের ভূমিকা নিয়ে কথা বলেছেন শামীম পাটোয়ারি।
ম্যাচ শেষে ভিডিও বার্তায় শামীম পাটোয়ারি জানান দলের তৃপ্তির কথা, ‘প্রথমে আমাদের শুরুটা অনেক ভালো ছিল নাঈম আর লিটন ভাই দারুণ খেলেছেন। শেষ দিকে সোহান ভাইয়ের সঙ্গে খেলেছি, অনেক ভালো লেগেছে। উইকেট অনেক ভালো ছিল। আমাদের ব্যাটাররা অনেক স্বাচ্ছন্দে ব্যাট করেছে। আমি আশাকরি ব্যাটাররা অনেক ভালো করবে এই পিচে।’
ওমানে অচেনা এক পরিবেশে দল দারুণ মানিয়ে নিয়েছে। আর নিজেদের মানিয়ে নিয়ে ব্যাটিংটা দুর্দান্ত করেছে টাইগাররা। এ ব্যাপারে শামীম বলেন, ‘আমরা একটা নতুন কন্ডিশনে এসেছি। যত ম্যাচ খেলতে পারব ততই আমাদের জন্য ভাল। আর রাতের ম্যাচ হওয়াতেও ভাল হয়েছে। ব্যাটাররা সবাই ভালো করেছে।’
মিডল অর্ডারে সৌম্য সরকার (৮), মুশফিকুর রহিম (০), আফিফ হোসেন ধ্রুব (৬) সুবিধা করতে পারেননি। তবে শেষ দিকে তাদের ব্যর্থতা বুঝতেই দেননি নুরুল হাসান সোহান ও শামীম পাটোয়ারী। শেষ ৩২ বলে ৮৩ রান তুলেছেন দুজন। সোহান মাত্র ১৫ বল খেলে ৪৯ রান করেছেন। ছক্কা মেরেছেন ৭টি। শামীম ১০ বলে ১৯ রান করেছেন ১টি চার ২টি ছয়ে। ২০ ওভারে ৪ উইকেটে ২০৭ রান তোলে বাংলাদেশ।
মূল ম্যাচে একাদশে সুযোগ পেলে শেষের দিকে নামতে হতে পারে শামীমকে। সোহানের ভূমিকাও তা-ই। শামীম জানান যে কটা বল হাতে পাবেন সেগুলোই কাজে লাগাতে চান, ‘আমি সুযোগ পাব কমই। বেশিরভাগ সময়ে হয়ত ১৫ ওভারের পর নামতে হবে। আমার ভূমিকাটা থাকে ফিনিশ করার। সেই কাজটাই করতে চাই।’
লিটন দাস ও নাইম শেখের দুর্দান্ত শুরুর পর শেষ দিকে ঝড় তুলেছিলেন নুরুল হক সোহান। যাতে ২০৭ রানের বিশাল সংগ্রহ পায় বাংলাদেশ। শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদের বোলিংয়ের সামনে এতো বড় স্কোরের কাছাকাছিও যেতে পারেনি ওমান ‘এ’ দল। প্রস্তুতি ম্যাচে ৬০ রানের বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ দল।
প্রথমে ব্যাটিং করতে নেমে ওপেনিং জুটিতে ১১ ওভারে ১০০ রান তোলেন এই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করা লিটন দাস ও নাইম শেখ। দলীয় ১০২ রানের মাথায় ৩৩ বলে ৫৩ রানে ফিরেন লিটন দাস। তার ইনিংসে চার ৬টি, ছক্কা ১টি। নাইম শেখ খানিক বাদে ফিরেছেন ৩টি চার ২টি ছয়ে ৫৩ বলে ৬৩ রান করে।
ওমানে প্রথম দফার অনুশীলনের পর আজ (৯ অক্টোবর) আইসিসি’র অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলতে সংযুক্ত আরব আমিরাত যাবে মাহমুদউল্লাহর দল। আবুধাবিতে ১২ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে ও ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ আছে বাংলাদেশের। ১৫ অক্টোবর আবার ওমান ফিরে আসবে দল। ১৭ অক্টোবর ওমানের আল আমিরাত স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড।
ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/
সারাবাংলা/এসএস
ওমানে বাংলাদেশ দল টপ নিউজ টি-টোয়েন্টি বিশ্বকাপ শামীম পাটোয়ারি