সাকিবের দোষটা কোথায়?
৮ অক্টোবর ২০২১ ১৮:৩২ | আপডেট: ১৭ অক্টোবর ২০২১ ১৪:২১
প্রশ্নটা ভারতের সাবেক সফল ওপেনার ও কলকাতা নাইট রাইডার্সকে দুবার আইপিএল শিরোপা জেতানো অধিনায়ক গৌতম গম্ভীরের। রাজস্থান রয়্যালসের বিপক্ষে সর্বশেষ ম্যাচটা বড় ব্যবধানে জেতা কলকাতার এবারের আইপিএলে প্লে-অফ প্রায় নিশ্চিত। প্লে-অফের আগে চোটে পড়া কলকাতার ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেলের চোট কাটিয়ে ফেরার কথা। রাসেল ফিরলে সাকিবের জায়গায় তাকে খেলানোর আভাস দিয়ে রেখেছেন কলকাতার বর্তমান অধিনায়ক ইয়ান মর্গান। তার প্রেক্ষিতেই গম্ভীরের প্রশ্ন. ‘সাকিবের দোষটা কোথায়?’
গম্ভীর বলছিলেন, ‘সে (রাসেল) বোলিং করতে না পারলে দলে জায়গা পায় না। সাকিব কী ভুল করেছে? রাসেল ফিট থাকলে এবং দুই বিভাগেই (ব্যাটিং ও বোলিং) পারফর্ম করতে চাইলে তাকে দলে নিতাম আমি। কিন্তু সে যদি শুধু ব্যাট করতে চায়, তাহলে আমি সাকিবকে নিতাম।’
১৪তম আইপিএলের ভারত পর্বে তিনটি ম্যাচ খেলে কলকাতার একাদশে সুযোগ হারিয়েছিলেন সাকিব। করোনা বিরতি শেষে ১৪তম আইপিএলের দুবাই পর্বে সাকিবের বদলে সুনিল নারিনকে টানা খেলিয়ে যাচ্ছিল কলকাতা। মাঝে কলকাতার নিয়মিত বিদেশি ক্রিকেটার আন্দ্রে রাসেল চোটে পড়লে সাকিবের একাদশে ফেরার সুযোগ তৈরি হয়।
কিন্তু কলকাতার প্রধান কোচ সাবেক নিউজিল্যান্ড তারকা ব্রেন্ডন ম্যাককালাম ও ইংলিশ অধিনায়ক ইয়ান মর্গান মিলে নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি এবং অপর কিউই ক্রিকেটার টিম সেইফার্টকে খেলাচ্ছিলন। সেইফার্ট ব্যর্থ হওয়াতে সাকিবকে একাদশে ডেকেছিল কলকাতার টিম ম্যানেজমেন্ট। আস্থার প্রতিদানও দিচ্ছিলেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার।
সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি। তবে বোলিংয়ে চার ওভারে মাত্র ২০ রান খরচায় নিয়েছিলেন এক উইকেট। গতকাল রাজস্থান রয়্যালসের বিপক্ষে নিজেদের ইনিংসর প্রথম ওভারটিই সাকিবের হাতে তুলে দিয়েছিলেন কলকাতা অধিনায়ক মর্গান। প্রথম ওভারের চ্যালেঞ্জে দারুণ সফল সাকিব। মাত্র ১ রান খরচ করে একটি উইকেট তুলে নিয়েছিলেন।
প্রথম ওভারে এমন দুর্দান্ত বোলিংয়ের পর সাকিব ভক্তরা নিশ্চয় অপেক্ষায় ছিলেন মাঝের ওভারে বা শেষের দিকের বোলিংয়ে কতোটা ভালো করেন সাকিব। কিন্তু বাংলাদেশি অলরাউন্ডারকে আর বোলিংই দেননি মর্গান!
সাকিবকে আর বোলিংয়ে না ডেকে শিভম মাভি, সুনিল নারিন, লকি ফার্গুসন ও বরুণ চক্রবর্তীদের দিয়ে ইনিংস শেষ করেছেন মর্গান। টানা বোলিং করিয়ে যাওয়া সুনিল নারিন ছিলেন তুলনামূলক বেশ খরুচে। ৩০ রান খরচ করলেও উইকেট পাননি ক্যারিবিয়ান স্পিনার। তবুও সাকিবকে বোলিংয়ে ডাকেননি মর্গান!
হয়তো রাসেল ফিরছেন বলে ‘সাকিব বাদ’ ধরে নিয়ে প্লে-অফের আগে বাকি বোলারদের পর্যাপ্ত অনুশীলনের সুযোগ করে দিতে সাকিবকে আর ডাকেননি কলকাতা অধিনায়ক। মর্গানের প্লে-অফ পরিকল্পনায় হয়তো বাংলাদশি অলরাউন্ডারের জায়গা নেই।
রাসেলের অনুপস্থিতিতে সাকিব দুর্দান্ত পারফর্ম করেছেন সেটা স্বীকার করেছেন ইংলিশ ক্রিকেটার। তবে রাসেল ফিরলে সাকিবের কথা ভাবা হবে না সেটাও বুঝিয়েছেন ইঙ্গিতে। ম্যাচ শেষে মর্গান বলছিলেন, ‘সাকিব শেষ দুই ম্যাচে যেভাবে পারফর্ম করেছে, তাতে রাসেলের শূন্যতা পূরণ সহজ হয়েছে। সে দারুণ পারফর্ম করেছে। এদিকে রাসেল ফিরে আসার জন্য অবিশ্বাস্যরকম চেষ্টা করছে। তার অগ্রগতি আমরা প্রতিদিন খেয়াল রাখছি।’
ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/