Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টানা তৃতীয়বার বিসিবির পরিচালক নির্বাচিত পাপন


৬ অক্টোবর ২০২১ ১৯:৫১ | আপডেট: ৭ অক্টোবর ২০২১ ১৬:০৩

ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পর্যদের নির্বাচনে টানা তৃতীয়বার পরিচালক নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন। যৌথভাবে সর্বোচ্চ ৫৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন তিনি। এর আগে সরকারের মনোনয়নে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় একবার করে নির্বাচিত হয়েছিলেন নাজমুল হোসেন পাপন।

জনপ্রিয় ক্লাব আবাহনী লিমিটেডের কাউন্সিলর হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি। নাজমুল হাসানের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের গাজী গোলাম মর্তুজা। পরিচিতদের মধ্যে নাঈমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন, মাহবুব উল আনাম, ইসমাইল হায়দার মল্লিক, সালাহ উদ্দিন চৌধুরী জিতেছেন। হেরে গেছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ সুজন, ক্রিকেট কোচ নাজমুল আবেদিন ফাহিম।

বিজ্ঞাপন

বুধবার (৬ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলেছে। এরপর বেসরকারিভাবে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম। সরকারিভাবে ফলাফল জানানো হবে বৃহস্পতিবার।

নির্বাচনে শ্রেণি-২ এর ক্লাব কোটা থেকে ১২টি পরিচালক পদের বিপরীতে নির্বাচন করেছেন ১৫ জন প্রার্থী। সেখান থেকে নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন (আবাহনী লিমিটেড), গাজী গোলাম মুর্তজা (গাজী গ্রুপ ক্রিকেটার্স) নজিব আহমেদ (শেখ জামাল ধানমন্ডি ক্লাব), মাহবুব উল আনাম (মোহামেডান স্পোর্টিং ক্লাব), ওবেদ রশীদ নিযাম (শাইনপুকুর ক্রিকেট ক্লাব), ইসমাইল হায়দার (শেখ জামাল ক্রিকেটার্স), এনায়েত হোসেন (আজাদ স্পোর্টিং ক্লাব), ফাহিম সিনহা (সূর্য তরুণ ক্লাব), ইফতেখার রহমান (ফেরার ফাইটার্স ক্লাব), মনজুর কাদের (ঢাকা এসেটস), মনজুর আলম (আসিফ শিফা ক্রিকেট একাডেমি) ও সালাউদ্দিন চৌধুরী (কাকরাইল বয়েজ ক্লাব)।

বিজ্ঞাপন

শ্রেণি-১ এ কোনো প্রতিযোগিতা ছাড়াই নির্বাচিত হয়েছেন নাঈমুর রহমান দুর্জয় ও তানভীর আহমেদ। এ ছাড়া শ্রেণি-১ থেকে ৭ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন—চট্টগ্রাম বিভাগ থেকে আকরাম খান, আ জ ম নাসির উদ্দিন, সিলেট থেকে শফিউল আলম চৌধুরী, খুলনার শেখ সোহেল, কাজী ইনাম ও বরিশালের আলমগীর খান ও রংপুর থেকে আনোয়ারুল ইসলাম।

এছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনীত হয়ে আসছেন জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম।

টপ নিউজ নাজমুল হাসান পাপন বিসিবি নির্বাচন

বিজ্ঞাপন

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর