Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃহস্পতিবার শ্রীলংকা যাচ্ছে অনূর্ধ্ব-১৯ দল


৬ অক্টোবর ২০২১ ১৮:১৯

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বৃহস্পতিবার (৭ অক্টোবর) শ্রীলংকা রওনা দিবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে ১৫ অক্টোবর।

বৃস্পতিবার শ্রীলংকার কলম্বোতে পৌঁছে সোজা ডাম্বুলায় চলে যাবে বাংলাদেশ দল। সেখানে তিন দিনের রুম কোয়ারেন্টাইনে থাকবেন যুবারা। ১১ অক্টোবর থেকে শুরু হবে অনুশীলন। চারদিন অনুশীলনের পর সিরিজ খেলতে নেমে পড়বেন তরুণ ক্রিকেটাররা।

বিজ্ঞাপন

পাঁচটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে- ১৫, ১৮, ২০, ২৩ ও ২৫ অক্টোবর। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ডাম্বুলার রনগিরি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ২৬ তারিখ দেশের বিমান ধরার কথা যুবা ক্রিকেটারদের।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড: মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন ইফতি, প্রান্তিক নওরোজ নাবিল, এসএম মেহেরব হোসেন (অধিনায়ক), আইচ মোল্লা (সহঅধিনায়ক), আব্দুল্লাহ আল মামুন, গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম, আরিফুল ইসলাম, মাকসুদুর রহমান, মোহাম্মদ মুশফিক হাসান, রিপন মন্ডল, আশিকুর জামান, মহিউদ্দিন তারেক, নাইমুর রহমান নয়ন, আহসান হাবিব লিওন, মোহাম্মদ গোলাম কিবরিয়া।

স্ট্যান্ডবাই: মোহাম্মদ খালিদ হাসান, মোহাম্মদ আশরাফুল ইসলাম সিয়াম, আরিফ আহমেদ অনিক, মোহাম্মদ সাকিব শাহরিয়ার, মাহফুজুর রহমান রাব্বি।

অনূর্ধ্ব-১৯ দল বাংলাদেশ ক্রিকেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর