ওমান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ
৫ অক্টোবর ২০২১ ২২:২৯ | আপডেট: ৭ অক্টোবর ২০২১ ১৯:০১
বিশ্বকাপ খেলতে একদিন আগে ওমান পৌঁছে আজ প্রথম দিনের অনুশীলন সেরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আরও দুদিন অনুশীলনের পর আগামী শুক্রবার (৫ অক্টোবর) ওমান ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মাহমুদউল্লাহর দল।
ম্যাচটি হওয়ার কথা ছিল নিজেদের মধ্যে। কিন্তু ওমানে গিয়ে ম্যাচ খেলার জন্য স্বাগতিক ‘এ’ দলকে প্রতিপক্ষ পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যা ৬টায় ওমানের আল আমেরাত ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
গতকাল এক দিনের হোম কোয়ারেন্টাইন শেষে আজ ওমান ক্রিকেট একাডেমি মাঠে বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রথম দিনের অনুশীলন করেছে বাংলাদেশ দল। ফিটনেস ট্রেনিংয়ের মধ্যদিয়ে শুরু হয় ক্রিকেটারদের প্রথম দিনের অনুশীলন। এরপর গা গরমের জন্য দুই দলে ভাগ হয়ে ফুটবল খেলেছেন ক্রিকেটাররা। পরে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং অনুশীলন করেছেন মাহমুদউল্লাহ-মুশফিকরা।
এই মাঠেই বুধবার ও বৃহস্পতিবার অনুশীলন করবেন ক্রিকেটাররা। শুক্রবার অনুষ্ঠিত হবে প্রস্তুতি ম্যাচটি। পরের দিন আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দিবেন ক্রিকেটাররা।
সেখানে এক দিনের কোয়ারেন্টাইন শেষে এক দিন অনুশীলন করবেন ক্রিকেটাররা। ১২ ও ১৪ অক্টোবর শ্রীলংকা ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচ খেলে ১৫ তারিখে ওমানের বিমান ধরবেন ক্রিকেটাররা।
ওমানে বিশ্বকাপের প্রথম পর্ব অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৭ অক্টোবর, প্রতিপক্ষ স্কটল্যান্ড। এরপর ১৯ ও ২১ তারিখে স্বাগতিক ওমান ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে খেলবে বাংলাদেশ। প্রথম পর্ব উৎরাতে পারলে বিশ্বকাপের মূল পর্ব খেলতে ২২ অক্টোবর আরব আমিরাতে যাবে দল।
ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/