Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওমানে চনমনে মাহমুদউল্লাহরা


৫ অক্টোবর ২০২১ ২১:৪৩ | আপডেট: ৫ অক্টোবর ২০২১ ২২:০৬

ঘূর্ণিঝড় শাহিনে যাত্রা বাতিলের শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত নির্দিষ্ট দিনেই বিশ্বকাপ খেলতে ওমানের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ক্রিকেটারদের বাকি কার্যক্রমও চলছে সূচি মতেই। পরশু দিন ওমান পৌঁছা বাংলাদেশ এক দিনের হোম কোয়ারেনটাইন সেরেছে। দলের সকলের করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ এসেছে বলে মঙ্গলবার (৫ অক্টোবর) দিনের অনুশীলনে নেমে পড়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদরা।

মঙ্গলবার (৫ অক্টোবর) ওমান ক্রিকেট একাডেমি মাঠে বিকেল সাড়ে ৩টায় অনুশীলন শুরু করেন বাংলাদেশি ক্রিকেটাররা। অনুশীলন চলেছে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

বিজ্ঞাপন

ফিটনেস ট্রেনিংয়ের মধ্যদিয়ে শুরু হয় ক্রিকেটারদের প্রথম দিনের অনুশীলন। এরপর গা গরমের জন্য দুই দলে ভাগ হয়ে ফুটবল খেলেছেন ক্রিকেটাররা। পরে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং অনুশীলন করেছেন মাহমুদউল্লাহ-মুশফিকরা।

আগামী দুই দিন এই মাঠেই অনুশীলন করবেন ক্রিকেটাররা। শুক্রবার ওমান ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। পরের দিন আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দিবেন ক্রিকেটাররা।

সেখানে এক দিনের কোয়ারেন্টাইন শেষে এক দিন অনুশীলন করবেন ক্রিকেটাররা। ১২ ও ১৪ অক্টোবর শ্রীলংকা ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচ খেলে ১৫ তারিখে ওমানের বিমান ধরবেন ক্রিকেটাররা।

ওমানে বিশ্বকাপের প্রথম পর্ব অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৭ অক্টোবর, প্রতিপক্ষ স্কটল্যান্ড। এরপর ১৯ ও ২১ তারিখে স্বাগতিক ওমান ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে খেলবে বাংলাদেশ। প্রথম পর্ব উৎরাতে পারলে বিশ্বকাপের মূল পর্ব খেলতে ২২ অক্টোবর আরব আমিরাতে যাবে দল।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি বিশ্বকাপের সব খেলা দেখা যাবে স্যাটেলাইট চ্যানেল জিটিভির পর্দায় এবং অনলাইনে দেখা যাবে র‍্যাবিটহোলের ওয়েবসাইটে। ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

টপ নিউজ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ ক্রিকেট মাহমুদউল্লাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর