Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবৈধ বিনিয়োগ ছিল শচিনেরও— দাবি প্যানডোরা পেপার্সে

স্পোর্টস ডেস্ক
৪ অক্টোবর ২০২১ ১৪:২০ | আপডেট: ৪ অক্টোবর ২০২১ ১৪:৪১

হঠাৎ তোলপাড় গোটা বিশ্ব। অনুসন্ধানী সাংবাদিকদের আন্তর্জাতিক সংস্থা আইসিআইজে ‘প্যানডোরা পেপার্স’ নামের এই গোপন নথি প্রকাশ করেছে। যেখানে দেখা মিলেছে বিশ্বের বিভিন্ন সেক্টরের নেতা, রাজনীতিবিদ এবং ধনকুবেরদের গোপন সম্পদ এবং লেনদেনের তথ্য। এই তালিকায় কেবল রাজনৈতিক ব্যক্তিবর্গই নয়, নাম এসেছে অনেক সেলিব্রেটিরও। আইসিআইজে ‘প্যানডোরা পেপার্স’ নামের এই গোপন নথিতে নাম এসেছে কিংবদন্তি ক্রিকেটার শচিন টেন্ডুলকারেরও।

বিজ্ঞাপন

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি, দ্য গার্ডিয়ানসহ কয়েকটি সংবাদমাধ্যম মিলে ১ কোটি ১৯ লাখ নথি বিশ্লেষণ করে। গোটা এ তদন্তের নাম দেওয়া হয়েছে প্যানডোরা পেপার্স।

প্যানডোরা পেপার্স নামের এসব দলিলপত্রে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারসহ প্রায় ৩৫ জন বর্তমান ও সাবেক নেতা এবং তিন শতাধিক সরকারি কর্মকর্তার গোপন সম্পদের তথ্য ফাঁস হয়েছে।

এদিকে এই নথিতে শচিনের নাম আসায় বিস্মিত তার আইনজীবি। শচিনের আইনজীবি জানিয়েছেন, ‘শচীন টেন্ডুলকারের বিদেশে বিনিয়োগ আছে। কিন্তু কোনো বিনিয়োগই গোপন নয়, টেন্ডুলকারের বিদেশে বিনিয়োগ আছে। তবে সব বিনিয়োগই বৈধ ও আইনসিদ্ধ। যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েই সেই বিনিয়োগ করা হয়েছে।’

অবশ্য সেলিব্রেটিদের মধ্যে কেবল শচিনই নয় এই নথিতে নাম আছে পপ তারকা শাকিরা, সুপার মডেল ক্লদিয়া শিফারেরও। এমনকি ইতালির কুখ্যাত মাফিয়া ডন রাফায়েল আমাতোও আছেন। এই রাফায়েল কমপক্ষে এক ডজন খুনের সঙ্গে জড়িত।

টেন্ডুলকার ২০১৩ সালে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর একসময় ভারতের রাজ্যসভার সদস্য ছিলেন। রাজ্যসভা হচ্ছে ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ। প্যানডোরা পেপার্সে কেবল তার নামই নয়, তার পরিবারের সদস্যদের নামও এসেছে। সেখানে বলা হয়েছে, টেন্ডুলকারের পরিবার ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে একটি প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছিল। ২০১৬ সালে সেই বিনিয়োগের টাকা তুলে নেওয়া হয়।

স্ত্রী অঞ্জলি টেন্ডুলকার ও শ্বশুর আনন্দ মেহতার নামও আছে এতে। প্যানডোরা পেপার্সের তথ্যানুযায়ী ২০১৬ সালে সেই প্রতিষ্ঠানের বিনিয়োগ নগদীকরণের সময় শচীন টেন্ডুলকারের শেয়ার ছিল ৯, অঞ্জলির ১৪ ও আনন্দ মেহতার ৫টি। টেন্ডুলকারের শেয়ারের মূল্য ৮ লাখ ৫৬ হাজার ৭০২, অঞ্জলির ১৩ লাখ ৭৫ হাজার ৭১৪ ও শ্বশুরের শেয়ারের মূল্য ৫ লাখ ৫৩ হাজার ৮২ মার্কিন ডলার।

বিজ্ঞাপন

প্যানডোরা পেপার্সে বিশ্বের ৯০টির বেশি দেশের মন্ত্রী, বিচারক, মেয়র ও সেনাবাহিনীর জেনারেলদের আর্থিক তথ্য প্রকাশ পেয়েছে। এ তালিকায় নেতাদের মধ্যে রয়েছেন জর্ডানের বাদশাহ আবদুল্লাহ, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চেক প্রধানমন্ত্রী আন্দ্রেই বাবিস, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার মতো সাবেক ও বর্তমান রাষ্ট্রপ্রধানরা।

বিবিসি ও দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, প্যানডোরা পেপার্সে দেখা গেছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিপুল পরিমাণ অজ্ঞাত সম্পদের মালিক। করস্বর্গ খ্যাত মোনাকোয় তার রয়েছে বিপুল পরিমাণ গোপন সম্পত্তি। ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও তার স্ত্রী লন্ডনে একটি অফিস কেনার সময় ৩১২,০০০ পাউন্ড শুল্ক ফাঁকি দিয়েছেন।

সারাবাংলা/এসএস

অবৈধ বিনিয়োগ অবৈধ সম্পদ টপ নিউজ প্যানডোরা পেপার্স শচিন টেন্ডুলকার

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর