সাকিবের ফেরার দিনে কেকেআরের বড় জয়
৩ অক্টোবর ২০২১ ২৩:৩৬ | আপডেট: ৩ অক্টোবর ২০২১ ২৩:৪৮
ব্যাট হাতে মাঠে নামার আগেই দল তুলে নিয়েছে ৬ উইকেটের বিশাল জয়। তবে তার আগে বল হাতে দলের জয়ের ভিত্তি গড়ে দিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আরব আমিরাত পর্বে এই প্রথম স্কোয়াডে ফিরেই সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) জয়ে বড় ভূমিকা রেখেছেন সাকিব।
প্রথমে ফিল্ডিং করতে নামা কেকেআরের হয়ে বল হাতে ৪ ওভারে ২০ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট। আর এছাড়াও তার ডিরেক্ট থ্রোতেই রানআউট হয়ে ফিরেছেন দুর্দান্ত ফর্মে থাকা হায়দ্রাবাদের অধিনায়ক কেইন উইলিয়ামসন। সাকিবের নিয়ন্ত্রিত বোলিংয়ের সঙ্গে সুনীল নারিনের কিপ্টে বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১৫ রান তুলতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ।
জবাবে ব্যাট করতে নেমে শুভমন গিলের অর্ধশতকের পর নিতিশ রানার ২৫ আর দীনেশ কার্তিকের ১২ বলে ১৮ রানে ভর করে ৬ উইকেটের বিশাল জয় তুলে নেয় সাকিব আল হাসানের দল।
টস জিতে ব্যাট করতে নামা সানরাইজার্স দলীয় ১ রানে ঋদ্ধিমান সাহার (০) উইকেট হারায়। এরপর জেসন রয় ফেরেন মাত্র ১০ রান করে। তৃতীয় উইকেটে প্রিয়াম গর্গ আর কেইন উইলিয়ামসন মিলে বড় জুটি গড়ার ইঙ্গিত দিচ্ছিল। আর তখনই জ্বলে উঠলেন সাকিব আল হাসান।
৭ম ওভারে বল হাতে আসেন সাকিব। ওই ওভারের ৫ম বলে সাকিবের ডিরেক্ট থ্রোতে রান আউট হয়ে ফেরেন কেইন উইলিয়ামসন। ২১ বলে ২৬ রান করে ফেরেন কেইন। এরপরেই হায়দ্রাবাদকে চেপে ধরে কেকেআর। ১১তম ওভারে আবারও বল হাতে আসেন সাকিব। এবার অভিষেক শর্মাকে স্ট্যাম্পিং করে হায়দ্রাবাদকে বিপর্যয়ে ফেলেন বাংলাদেশের বিশ্বসেরা এই অলরাউন্ডার।
৫১ রানে ৪ উইকেট হারানো হায়দ্রাবাদ এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে শেষ পর্যন্ত ৮ উইকেটে ১১৫ রান তুলতে পারে।
মাত্র ১১৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ভেঙ্কেটেশ আইয়ারকে (৮) হারায় কেকেআর। ২৩ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর ৩৮ রানে রাহুল ত্রিপাঠিকে (৭) হারায় কলকাতা। এরপর তৃতীয় উইকেটে নিতিশ রানাকে সঙ্গে নিয়ে বড় জুটি গড়েন শুভমন গিল। ১৭তম ওভারে গিল আউট হওয়ার আগে তুলে নেন অর্ধশতক।
৫১ বলে ৫৭ রান করা গিল যখন ফিরলেন তখন দলের প্রয়োজন আর মাত্র ২৩ রানের। দলীয় সংগ্রহ শতক পেরুতেই ২৫ রান করে ফেরেন নিতিশ রানাও। তবে আর পা হড়কায়নি কেকেআর। দীনেশ কার্তিক এবং অধিনায়ক ইয়ন মরগ্যানের অভিজ্ঞ ব্যাটে ভর করে দুই বল হাতে রেখেই ৬ উইকেটের বড় জয় তুলে নেয় কলকাতা নাইট রাইডার্স।
এই জয়ে প্লে অফের আশা ধরে রাখলা সাকিবের দল। এখন পর্যন্ত ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চার নম্বরে অবস্থান করছে কলকাতা। ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে চেন্নাই সুপার কিংস। সমান পয়েন্ট নিয়েও দুইয়ে দিল্লি আর ১৬ পয়েন্ট নিয়ে তিনে ব্যাঙ্গালুরু। সাকিবদের সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পাঁচে আছে পাঞ্জাব। এরপর আছে মোস্তাফিজুর রহমানের রাজস্থান রয়্যালস, মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ।
সারাবাংলা/এসএস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স কেকেআর কেকেআরের জয় সাকিব আল হাসান