এস্পানিওলের কাছে হারল রিয়াল
৩ অক্টোবর ২০২১ ২২:৫৬ | আপডেট: ৪ অক্টোবর ২০২১ ০৯:০২
চিরপ্রতিদ্বন্দী বার্সেলোনার দেখানো পথেই হাঁটল রিয়াল মাদ্রিদ। গত রাতে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরেছিল বার্সা। আর তাদের সঙ্গে তাল মেলাতেই যেন এস্পানিওলের কাছে হেরে বসেছে রিয়াল মাদ্রিদ। এস্পানিওলের মাঠে ২-১ গোলের ব্যবধানে হেরেছে রিয়াল।
এস্পানিওলের ম্যাচের ১৭তম মিনিটে রিয়ালের একাডেমি থেকে উঠে আসা রাউল ডে থমাস গোল করেন। এরপর ৬০ মিনিটে দ্বিতীয় গোলটি করেন অ্যালেক্স ভিদাল। এরপর ম্যাচের ৭১তম মিনিটে করিম বেনজেমা গোল করে ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি লস ব্ল্যাঙ্কোসরা।
এই নিয়ে লা লিগায় টানা দুই ম্যাচ জয়হীন রিয়াল। আর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দ্বিতীয় হার এটি রিয়ালের। লা লিগায় এর আগের ম্যাচে ভিয়ারিয়ালের সঙ্গে গোলশূন্য ড্র আর এই ম্যাচে এস্পানিওলের কাছে হারলেও পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে রিয়াল।
লা লিগায় নিজের প্রথম ৮ ম্যাচে ৫টি জয়, দুটি ড্র আর এক হারে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থেকে দুইয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে বার্সেলোনা। আর রিয়ালকে হারানো এস্পানিওল ৮ ম্যাচে দুই জয় আর তিনটি করে ড্র ও হারে ৯ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে আছে।
পয়েন্ট তালিকার দ্বিতীয়ার্ধে থাকা এস্পানিওলের বিপক্ষে ফেভারিটের তকমা নিয়েই মাঠে নামে রিয়াল। তবে মাঠের খেলায় সে তকমার কাগজটি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে স্বাগতিকরা। ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াইয়ে মদ্রিচ-ক্রুসদের সঙ্গে পেরে না উঠলেও আক্রমণে ঠিকই রিয়ালের রক্ষণের পরীক্ষা নিচ্ছিল এস্পানিওল।
ম্যাচের ১৭ মিনিটের মাথায় ডান দিক দিয়ে দ্রুত গতির আক্রমণের রিয়ালের রক্ষণকে পরাস্ত করে বল ডি বক্সের ভেতর পাস করেন অ্যাদ্রিয়ান এম্বারবা। আর আগেই ডি বক্সের দিকে দৌড় দেওয়া রাউল ডে থমাস রিয়ালের দুই ডিফেন্ডারের মধ্য দিয়ে বলে পা ছুঁইয়ে তা জালে পাঠান। আর সঙ্গে সঙ্গে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে গিয়ে উল্লাসে ভাসে এস্পানিওল।
২১ মিনিটের মাথায় করিম বেনজেমা দূরপাল্লার শটে এস্পানিওল গোলরক্ষক ডিয়েগো লোপেজকে চমকে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু লোপেজ দৃঢ় হাতে তা রুখে দেন। প্রথমার্ধে রিয়াল কিংবা এস্পানিওল কেউই আর কোনো সুযোগ তৈরি করতে পারেনি।
বিরতি থেকে ফিরে এডুয়ার্ড কামাভিঙ্গার বদলি হিসেবে রদ্রিগোকে মাঠে নামান কার্লো আনচেলোত্তি। এরপরেই ম্যাচের চিত্র বদলে যেতে শুরু করে। আক্রমণে বাড়ে ক্ষীপ্রতা। ৫০ মিনিটের মাথায় ডি বক্সের ছয় গজের ভেতর থেকে মিলিতাওয়ের করা হেড গোলপোস্টের সামান্য বাইরে দিয়ে বেরিয়ে গেলে হতাশ হয় রিয়াল।
এর মিনিট দশেক পরে উল্টো আবারও গোল হজম করে বসে লস ব্ল্যাঙ্কোসরা। ৬০ মিনিটের সময় কেইডি বারের অ্যাসিস্ট থেকে এস্পানিওলের লিড দ্বিগুণ করেন অ্যালেক্স ভিদাল। দুই গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরতে মরিয়া রিয়াল গোলের দেখা পায় ৬৭তম মিনিটে। তবে বেনজেমার করা দুর্দান্ত গোলটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।
তবে চার মিনিট পরে লুকা জোভিচের কাছ থেকে বল পেয়ে ড্রিবল করে ডি বক্সের ভেতর ঢুকে ডান পায়ের শটে বল জালে জড়িয়ে রিয়ালকে ম্যাচে ফেরানোর ইঙ্গিত দেন করিম বেনজেমা। এটি চলতি মৌসুমে লা লিগায় বেনজেমার ৯ম গোল।
ম্যাচের ৮৩তম মিনিটে সমতাসূচক গোলটিও করে ফেলেছিল রিয়াল। তবে হ্যাজার্ডের শট জালে জড়ানোর আগে আসা পাসটি অফসাইড পজিশন থেকে দিয়েছিলেন করিম বেনজেমা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় এস্পানিওল ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে।
সারাবাংলা/এসএস
২০২১/২২ মৌসুম এস্পানিওল বনাম রিয়াল মাদ্রিদ টপ নিউজ রিয়ালের হার স্প্যানিশ লা লিগা