বিপদে সাকিবকে একাদশে ফেরাল কলকাতা
৩ অক্টোবর ২০২১ ২১:০৮ | আপডেট: ৩ অক্টোবর ২০২১ ২১:১৬
টানা নয় ম্যাচ বেঞ্চে বসে থাকার পর অবশেষে কলকাতা নাইট রাইডার্সের একাদশে ডাক পেলেন সাকিব আল হাসান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের ৪৯তম ম্যাচে আজ সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হয়েছে কলকাতা। সাকিবকে নিয়ে আজকের ম্যাচের একাদশ সাজিয়েছে দলটি।
চলতি আইপিএলে শেষ চারের তিনটি দল চূড়ান্ত হয়ে গেছে ইতোমধ্যে। চতুর্থ দল হওয়ার লড়াইয়ে আছে চারটি দল, তার মধ্যে কলকাতা নাইট রাইডার্স একটি। তবে কলকাতার রাস্তাটা সহজ নয়। সর্বশেষ ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে হেরে সমীকরণ কঠিন করে ফেলেছে কলকাতা। শেষ চারে যেতে হলে বাকি দুই ম্যাচের দুটিতেই জিততে হবে। এমন কঠিন সমীকরণে সাকিব আল হাসানকে একাদশে ডেকে নিল কলকাতা।
১৪তম আইপিএলের প্রথম অংশে তিন ম্যাচ খেলে সুবিধা করতে পারেননি সাকিব। তারপর থেকে আর সুযোগ পাচ্ছিলেন না। সুনিল নারিন টানা ভালো বোলিং করে চলেছিলেন বলে জায়গা হচ্ছিল না সাকিবের। পরে নিয়মিত একাদশে খেলা পেস অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও পেসার লোকি ফার্গুসন চোট পেলেও ডাকা হচ্ছিল না সাকিবকে।
কলকাতার কিউই কোচ ব্রেন্ডন ম্যাককালাম নিউজিল্যান্ডের টিম সাউদি ও সাইফার্টকে খেলিয়ে যাচ্ছিলেন। সাইফার্ট ব্যর্থ হলে আজ সাকিবকে ডেকেছেন তিনি।