ঠিক সময়েই ওমান যাচ্ছে বাংলাদেশ দল
৩ অক্টোবর ২০২১ ২০:৪৫ | আপডেট: ৩ অক্টোবর ২০২১ ২০:৫০
ঘূর্ণিঝড় শাহিনের প্রভাবে বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপযাত্রা বিলম্বিত হতে পারে, এমন খবর উড়ছিল অনেকক্ষণ যাবত। এর মধ্যেই জানা গেল, ক্রিকেট দলের ফ্লাইট বাতিল। তবে খানিক বাদে মিলল নতুন আরেক খবর। জানা গেল, বিশ্বকাপ মিশনে ঠিক সময়েই দেশ ছাড়ছেন মাহমুদউল্লাহ রিয়াদের দল।
পরে জানা যায়, ঘূর্ণিঝড় শাহিনের প্রকোপ বিবেচনায় ফ্লাইট বাতিলের বার্তা দেওয়া হয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে। কিন্তু খানিক বাদেই তাদের পক্ষ থেকে পূনরায় জানানো হয়, ঠিক সময়েই দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দলকে বহনকারী বিমানটি।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লজিস্টিক সাপোর্টের দায়িত্বে থাকা কর্মকর্তা ওয়াসিম খান। তিনি সারাবাংলাকে জানান, ’বাংলাদেশ দলের ফ্লাইটটি বাতিল হয়নি। ঠিক সময়েই যাচ্ছে।’
মূল বিশ্বকাপের আগে প্রথম পর্ব খেলতে হবে বাংলাদেশকে। প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ওমানে। আজ রাত ১০টা ৪৫ মিনিটে বাংলাদেশ থেকে সরাসরি ওমানেই রওনা হওয়ার কথা মাহমুদউল্লাহদের। বাংলাদেশি ক্রিকেটারদের বহনকারী বিমানটির আজ রাতে অবতরণ করার কথা ওমানের রাজধানী মাস্কাটে।
কিন্তু ওই অঞ্চল দিয়ে বয়ে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় শাহিন। ওমান আবহাওয়া বুলেটিনের সর্বশেষ আপডেটে বলা হয়েছে, মাস্কাট থেকে ৪৫ কিঃ মিঃ দূরে অবস্থান করছে শাহিন। সতর্কতা হিসেবে মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান উঠানামা বন্ধ ঘোষণা করা হয়। সেই কারণেই প্রশ্নটা উঠছে, ঠিক সময়ে যেতে পারছেন মাহমুদউল্লাহরা? শেষ পর্যন্ত শঙ্কা কাটিয়ে ঠিক সময়েই বিশ্বকাপ মিশনে দেশ ছাড়ছে টি-টোয়েন্টি দল।