ঘূর্ণিঝড় শাহিনে দোটানায় মাহমুদুল্লাহদের বিশ্বকাপযাত্রা
৩ অক্টোবর ২০২১ ১৭:৩৭ | আপডেট: ৩ অক্টোবর ২০২১ ১৭:৪০
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশনে বাংলাদেশ ক্রিকেট দল ৩ অক্টোবর দেশ ছাড়বে, সেটা নির্ধারণ হয়ে ছিল অনেক আগে থেকেই। কিন্তু ঘূর্ণিঝড়ের উপদ্রবে মাহমুদউল্লাহরা ঠিক সময়ে বিশ্বকাপ যাত্রা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।
মূল বিশ্বকাপের আগে প্রথম পর্ব খেলতে হবে বাংলাদেশকে। প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ওমানে। বাংলাদেশ থেকে সরাসরি ওমানেই যাওয়ার কথা মাহমুদউল্লাহদের। বাংলাদেশি ক্রিকেটারদের বহনকারী বিমানটির আজ রাতে অবতরণ করার কথা ওমানের রাজধানী মাস্কাটে। কিন্তু ওই অঞ্চল দিয়ে বয়ে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় শাহিন। ওমান আবহাওয়া বুলেটিনের সর্বশেষ আপডেটে বলা হয়েছে, মাস্কাট থেকে ৪৫ কিঃ মিঃ দূরে অবস্থান করছে শাহিন।
সতর্কতা হিসেবে মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান উঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই কারণেই প্রশ্নটা উঠছে, ঠিক সময়ে যেতে পারছেন মাহমুদউল্লাহরা?
বাংলাদেশের বিমানবন্দর কর্তৃপক্ষ অবশ্য জানাচ্ছে, ঠিক সময়েই ওমানের উদ্দেশ্যে রওনা দিবে বাংলাদেশ দল। শাহিনের প্রভাবে বাংলাদেশি ক্রিকেটারদের যাত্রা বিলম্বিত হচ্ছে কিনা এমন প্রশ্নে বাংলাদেশ বিমানের ডিজিএম জনসংযোগ তাহেরা খন্দকার সারাবাংলাকে বলেন, ‘রোববার রাত ১০টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৯ বিজি২১ মাস্কাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এটি বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইট। ফ্লাইটটিতে বাংলাদেশ ক্রিকেট দলের ২১ জন সদস্য যাচ্ছেন। ফ্লাইটটি ওমানের মাস্কাটে রাত ১টার অবতরণ করার কথা রয়েছে।’
একই প্রশ্নে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম সারাবাংলাকে বলেন, ‘আমাদেরকে এখন পর্যন্ত বিলম্বের বিষয়ে কিছু জানানো হয়নি। এ বিষয়ে ভালো বলতে পারবে বিমানবন্দর কর্তৃপক্ষ। ঢাকা-মাস্কাট ফ্লাইট যদি ঠিক সময়ে যায় তাহলে দল ঠিক সময়েই যাবে। আর ঠিক সময়ে না গেলে তো বিলম্ব হবে।’
এদিকে আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট উইন্ডির তথ্য মতে, রাত ১২টার দিকে স্থলে আঘাত করবে ঘূর্ণিঝড় শাহিন। পরে দূর্বল হয়ে আরব উপত্যকার দিকে অগ্রসর হবে। এই মুহূর্তে হরমোজ প্রনালিতে তাণ্ডব চালাচ্ছে শাহিন।
ঘূর্ণিঝড় শাহিন টপ নিউজ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ ক্রিকেট