Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হৃদয় বীরত্ব জেতাতে পারেনি এইচপি দলকে


২ অক্টোবর ২০২১ ২১:৪৮

মাঝাড়ি সংগ্রহের জবাব দিতে নেমে শুরুতেই চার উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় হাই পারফরম্যান্স (এইচপি) দল। কিন্তু পাঁচে নেমে তৌহিদ হৃদয় এমনভাবে দাঁড়িয়ে গেলেন মনে হচ্ছিল একই ম্যাচ জিতিয়ে দেবেন। দলকে জয়ের কাছাকাছি নিয়ে গিয়েছিলেনও। কিন্তু বৃষ্টি বিঘ্নিত ম্যাচে শেষের হিসেবটা মিলাতে পারেননি। শেষ পর্যন্ত বৃষ্টি আইনে তৃতীয় ওয়ানডেতে ৪ রানের জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল।

চার ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচও জিতেছিল ‘এ’ দল। অর্থাৎ সিরিজে ৩-০ তে এগিয়ে মুমিনুল হকের দল। শনিবার (২ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃষ্টি আইনে জিততে ৩৩ ওভারে ১৯৪ রান লাগত এইচপি দলের। তাড়া করতে নেমে প্রথম বলেই উইকেট হারানো এইচপি দল সপ্তম উইকেট হারায় ৬৫ রানে। তবে পাঁচে নেমে একপ্রান্ত আগলে রেখে দুর্দান্ত ব্যাটিং করছিলেন হৃদয়।

বিজ্ঞাপন

অষ্টম উইকেটে বড় সঙ্গটা পেয়েছিলেন রেজাউর রাজার কাছ থেকে। দুজন যোগ করেন ১০১ রান। ৫৪ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করা হৃদয় এগুচ্ছিলেন সেঞ্চুরির দিকে, এইচপিও জয়ের সুবাস পাচ্ছিল।

কিন্তু রেজাউর ৪৩ বলে ৩৩ রান করে ফিরলে আর পেরে উঠেননি হৃদয়। শেষ পর্যন্ত ৭৯ বল খেলে অপরাজিত ছিলেন ৯৩ রানে। হৃদয়ের ইনিংসটি ৪টি চার ৩টি ছয়ে সাজানো। এইচপি ৩৩ ওভারে থেমেছে ১৮৯ রানে। এইচপির হয়ে ৩০ রানে চার উইকেট নিয়েছেন হাসান মুরাদ।

এর আগে ‘এ’ দল ৪৪ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২২ রান তোলে ‘এ’ দল। ৭৫ বল খেলে সর্বোচ্চ ৪৭ রান করেছেন সাদমান ইসলাম। ৩৯ বলে ৪টি চারে ৩৭ রান করেছেন ইমরুল কায়েস। ১১ নম্বরে নেমে ২৫ রান করেছেন পেসার খালেদ আহমেদ। ‘এ’ দলের হয়ে মোসাদ্দেক হোসেন সৈকত ২৫ রানে ও রাকিবুল হাসান ২৬ রানে তিনটি করে উইকেট নিয়েছেন।

বিজ্ঞাপন

এইচপি দল তৌহিদ হৃদয় বাংলাদেশ ‘এ’ দল

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর