Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গার্দিওলাকে আরও ভালো কোচ বানিয়েছেন ক্লপ

স্পোর্টস ডেস্ক
২ অক্টোবর ২০২১ ১০:৪৫

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের মধ্যকার প্রতিদ্বন্দ্বীতার চেয়ে কোনো অংশে কম নয় ডাগ আউটে দাঁড়িয়ে থাকা দুই হ্যাভিওয়েট কোচের দ্বৈরথটাও। ম্যানসিটি বস পেপ গার্দিওলা আর অল রেড বস ইয়্যুর্গেন ক্লপ একে অন্যের প্রতিদ্বন্দ্বী বেশ আগে থেকেই। মাঠে একে অন্যকে সবসময় বিপদে ফেলার চেষ্টায় থাকা এই দুই কোচ একে অন্যকে আরও ভালো কোচ হওয়ার জন্য উদ্বুদ্ধ করছেন প্রতিনিয়ত। পেপ গার্দিওলা সে কথা স্বীকার করলেন নিজ মুখেই।

বিজ্ঞাপন

রোববার অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে মাঠে নামছে বর্তমান ইপিএল চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। আর এই ম্যাচে মাঠে নামার আগে অল রেডদের থেকে ১ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে আছে সিটি। এই ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে পেপ গার্দিওলা বললেন, ‘ক্লপ আমাকে আরও ভালো কোচ হতে সাহায্য করেছেন।’

পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটির দায়িত্ব নেন ২০১৬ সালে। এরপর ২০১৭/১৮, ২০১৮/১৯ টানা দুই মৌসুমে জেতেন ইংলিশ প্রিমিয়ার লিগ। পরের মৌসুমে লিভারপুলের কাছে হাতছাড়া করেন লিগ শিরোপা। সে সময় অল রেডদের ডাগআউটের দায়িত্ব ইয়্যুর্গেন ক্লপ। পরের মৌসুমে অবশ্য আবারও পুনরুদ্ধার করেন শিরোপা। তবে শেষ চার মৌসুমের তিনটি ইপিএলের শিরোপা ঘরে তোলা পেপ গার্দিওলা একবার শিরোপা হাতছাড়া করেছেন সেই ক্লপের কাছেই।

নিজের কোচিং ক্যারিয়ারে ক্লপের বিপক্ষে আটটি ম্যাচ হেরেছেন ক্লপ, যা অন্য যেকোনো কোচের চেয়ে বেশি।

‘ইয়্যুর্গেন ক্লপের দল সবসময় আমাকে আরও ভালো কোচ হওয়ার জন্য অনুপ্রেরণা যুগিয়েছে। সে আমাকে অন্য এক স্থানে যেতে সাহায্য করেছে। আমাকে আরও ভাবতে বাধ্য করেছে এবং নিজেকে আরও প্রমাণের জন্য বাধ্য করেছে। এবং আমাকে আরও ভালো কোচ হতে সাহায্য করেছেন। আর একারণেই এখনও আমি এখানে আছি।’—বলেন গার্দিওলা।

তিনি আরও বলেন, ‘আমি এখানে (ইংল্যান্ডে) আসার পর সম্ভবত প্রথম মৌসুম ছাড়া সব মৌসুমেই লিভারপুল শিরোপার জন্য লড়েছে। তবে প্রিমিয়ার লিগে কেবল একজন বা দুইজন নয় এখানে অনেক ক্লাব শিরোপা জন্য লড়াই করে।’

শেষবার দুই দলের দেখায় অ্যানফিল্ডে লিভারপুলকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছিল ম্যানচেস্টার সিটি। আর এই সিটিকে হারাতে হলে নিজেদের সেরাটা দিতেই হবে লিভারপুলকে। এ ব্যাপারটি বেশ ভালোভাবেই জানেন ইয়্যুর্গেন ক্লপ।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এই ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ। আমাদের সেরাটা দিতে হবে ম্যাচ জিততে হলে। অ্যানফিল্ডে জিততে হলে ভালো খেলেই জিততে হবে। সম্ভবত ম্যানসিটিই এখন ইউরোপের সেরা দল। এই তো গেল সপ্তাহেই তারা চেলসির সঙ্গে খেললো এবং ম্যাচে তাদের থেকে ভালো খেলেই জিতল। আমাদের গোল কর‍তে হবে এবং সেই সঙ্গে গোল আটকাতেও হবে।’

সারাবাংলা/এসএস

ইয়্যুর্গেন ক্লপ জার্মান কোচ দুই প্রতিদ্বন্দ্বী পেপ গার্দিওলা স্প্যানিশ কোচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর