বিশ্বকাপের আগে সৌম্যর বড় শটের মহড়া
১ অক্টোবর ২০২১ ১৯:২০ | আপডেট: ১ অক্টোবর ২০২১ ১৯:২১
ঘরের মাঠে গত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজের ম্যাচগুলো হয়েছে লো-স্কোরিং। অতি স্পিনবান্ধব পিচে রান তুলতে পারেননি ব্যাটাররা। কিন্তু আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের উইকেট এমন না থাকারই কথা। বিশ্বকাপের পিচগুলো হওয়ার কথা স্পোর্টিং, তেমনটি হলে ম্যাচ হবে বড় রানের। সৌম্য সরকার নিজেকে প্রস্তুত করছেন সেভাবেই। বিশ্বকাপকে সামনে রেখে বড় শট খেলার মহড়া দিচ্ছেন বাঁহাতি টপ অর্ডার ব্যাটার।
শুক্রবার (১ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সৌম্য। বলছিলেন, ‘আমরা গত যে দুই সিরিজে খেলেছি সেখানে উইকেট অনেক কঠিন ছিল। স্পোর্টিং উইকেটে খেলার জন্য আবার নিজেকে প্রস্তুত করতে হচ্ছে। গত প্র্যাকটিস সেশনগুলোতে উইকেট ভালো ছিল। বড় শট খেলতে গেলে ভারসাম্য জরুরি। ওটা নিয়েই বেশি কাজ করেছি।’
অনেকদিন যাবত ব্যাট হাতে নিজের কাজটা ঠিকভাবে করতে পারছেন না সৌম্য। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ খেলে রান করেছেন মাত্র ২৮টি। নিউজিল্যান্ড সিরিজে এক ম্যাচ খেলার সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছেন। বিশ্বকাপে ভালো কিছুর প্রত্যাশা সৌম্যর, ‘এতদিন অনুশীলন করছিলাম। আশা করি প্রস্তুতি ভালো হয়েছে। আমরা তাড়াতাড়ি যাচ্ছি। ওখানে প্রস্তুতি ম্যাচও আছে। ওখানে প্রস্তুত হওয়ার আরো সুযোগ পাব। যতটুকু হয়েছে ভালো। ভালো কিছুর আশা নিয়েই যাব।’
সর্বশেষ দুই সিরিজ জয়ের আত্মবিশ্বাস বিশ্বকাপে কাজে লাগবে বিশ্বাস সৌম্যর। তরুণ ক্রিকেটার বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেট স্পোর্টিং উইকেটে হয়। আশা করি সবাই ওখানে মানিয়ে নিতে পারব। আমরা জয়ের ধারায় আছি। একটা আত্মবিশ্বাস আছে। স্কিল নিয়ে কিছু কাজ করা তো হয়েছেই। ব্যালেন্স করা, উইকেটে মানিয়ে নেওয়া নিয়ে কাজ করেছি।’
আগামী রোববার বিশ্বকাপ মিশনে রওনা দিবে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপের মূল পর্বে যেতে বাছাই পর্ব খেলতে হবে বাংলাদেশকে। বাছাই পর্ব হবে ওমানে, সেখানেই প্রথামে যাবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। বাছাই পর্ব শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাবে দল।