Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তামিমের ফেরার ম্যাচে বৃষ্টির জয়


২৬ সেপ্টেম্বর ২০২১ ১৯:২১

তামিম ইকবালের দিকে নজর ছিল অনেকের। চোট কাটিয়ে দুই মাসেরও বেশি সময় পর যে মাঠে ফিরেছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তামিমকে মাঠে দেখা গেল ঠিকই কিন্তু আগ্রহ মিটল কই! নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) ব্যাটিং করার সুযোগই পাননি বাংলাদেশি তারকা। বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে তামিমদের ম্যাচ।

ভৈরাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে ইপিএল খেলছেন তামিম। আজ নিজেদের প্রথম ম্যাচের একাদশে চোট কাটিয়ে ফেরা তামিমকে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। টস হেরে প্রথমে ফিল্ডিং করতে নামা ভৈরাওয়ার হয়ে ফিল্ডিং করেছেন তামিম। কিন্তু ম্যাচের ১১তম ওভারে এতোটাই বৃষ্টি নামল যে পরে ম্যাচ চালিয়ে নেওয়া সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

রোববার (২৬ সেপ্টেম্বর) নেপালের কীর্তিপুরে ম্যাচ পরিত্যক্ত হওয়ার আগে সুবিধাজনক স্থানে ছিল তামিমদের ভৈরাওয়া গ্ল্যাডিয়েটর্সই। প্রথমে ব্যাটিং করতে নামা প্রতিপক্ষ পোখরা রাইনোজ ১০.১ ওভারে ৬৫ রান তুলতেই হারিয়ে ফেলে ৭ উইকেট। প্রতিপক্ষকে অল্পতে আটকে ভৈরাওয়া যখন বড় জয়ে টুর্নামেন্ট শুরুর ভাবনায় তখনই বৃষ্টির হানা।

হাঁটুর ইনজুরি অনেকদিন ধরে ভোগাচ্ছে তামিমকে। এই চোটের কারণে দীর্ঘদিন যাবত ক্রিকেটের বাইরে তিনি। যাতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন দেশসেরা ওপেনার। তবে চোট সাড়িয়ে ক্রিকেটে ফিরলেন বিশ্বকাপের আগেই।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবেই ইপিএল খেলার সিদ্ধান্ত নিয়েছেন তামিম।

এভারেস্ট প্রিমিয়ার লিগ (ইপিএল) তামিম ইকবাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর