Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেপালের লিগ খেলতে দেশ ছাড়লেন তামিম


২৪ সেপ্টেম্বর ২০২১ ১৫:৪৭ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২১ ১৮:৩৪

নেপালের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট লিগ এভারেস্ট প্রিমিয়ার লিগ (ইপিএল) খেলতে দেশ ছেড়েছেন তামিম ইকবাল। আজ শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৪.২৫ মিনিটে কাতার এয়ারলাইন্স যোগে রওনা দিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

সারাবাংলা ডটনেটকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লজিস্টিক সাপোর্টের দায়িত্বে থাকা কর্মকর্তা ওয়াসিম খান।

এমনিতে ঢাকা থেকে নেপালের কাঠমাণ্ডু দেড় ঘণ্টার পথ। তবে সরাসরি বিমান যোগাযোগ বন্ধ থাকায় কাতার হয়ে নেপাল ঢুকতে হচ্ছে তামিমকে।

ইপিএলে ভৈরাওয়া গ্ল্যাডিয়েটার্সের হয়ে আইকন ক্রিকেটার হিসেবে খেলবেন তামিম। তামিম সতীর্থ হিসেবে পাবেন শ্রীলংকার উপল থারাঙ্গা, ধাম্মিকা প্রসাদদের। এই লিগে বিদেশি ক্রিকেটারদের মধ্যে অন্যতম হলেন- শহিদ আফ্রিদি, সিকান্দার রাজা, কেসরিক উইরিয়ামস, মোহাম্মদ শাহজাদ, চন্দ্রপল হেমরাজ, সিকুগে প্রসন্নে, রহমানউল্লাহ গুরবাজ, রায়ান বার্ল, আসোলা গুনারত্নে ও ওশাদা ফার্নান্দো।

আগামীকাল শনিবার থেকে মাঠে গড়াবে ইপিএল। তামিমদের প্রথম ম্যাচ রোববারে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ অক্টোবর।

হাঁটুর চোটের পূনর্বাসনের জন্য অনেকদিন ধরে ক্রিকেটের বাইরে তামিম ইকবাল। অবশ্য চোট সাড়িয়ে উঠেছেন বেশ আগেই। তবে অনেকদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে বলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। তবে আগেই প্রতিশ্রুতি দিয়ে রেখেছিলেন বলে, বিশ্বকাপ না খেললেও ইপিএল খেলতে যাচ্ছেন তামিম।

এভারেস্ট প্রিমিয়ার লিগ (ইপিএল) টপ নিউজ তামিম ইকবাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর