Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আকবর-জয়ের অর্ধশতকে লিড পেয়েছে এইচপি

স্পোর্টস ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২১ ১৯:২২

ফাইল ছবি

বাংলাদেশ ‘এ’ দল এবং হাইপারফরম্যান্স ইউনিটের মধ্যকার দ্বিতীয় চারদিনের ম্যাচ বুধবার (২২ সেপ্টেম্বর) মাঠে গড়িয়েছে চট্টগ্রামে। চারদিনের টেস্ট ম্যাচে দ্বিতীয় দিনে ‘এ’ দলের বিপক্ষে আকবর আলী এবং মাহমুদুল হাসান জয়ের অর্ধশতকে লিড পেয়েছে এইচপি দল।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি এইচপি ইউনিটের। স্কোরবোর্ডে ২৩ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। ওপেনার তানজিদ হাসান তামিম ১১ ও পারভেজ হোসেন ইমন আউট হন ৪ রান করে। শাহাদাত হোসেন দিপু রানের খাতা খোলার আগেই সাজঘরের পথ ধরলে বিপর্যয়ে পড়ে তারা। তবে চতুর্থ উইকেটে ঘুরে দাঁড়ায় এইচপি ইউনিট।

বিজ্ঞাপন

চতুর্থ উইকেটে তৌহিদ হৃদয়ের সঙ্গে ১২৩ রানের জুটি গড়ে বিপর্যয় থেকে দলকে ভালো অবস্থানে আনেন মাহমুদুল জয়। অর্ধশতক থেকে মাত্র ৩ রান দূরে থাকতে আউট হন তৌহিদ হৃদয়। অন্যদিকে দুর্দান্ত অর্ধশতকের পর শতকের দিকেই ব্যাট ছুটিয়েছিলেন জয়। তবে ১৫৭ বলে ৭৩ রান করে ফিরলে ভাঙে শতকের স্বপ্ন।

এরপর অধিনায়ক আকবর আলী ৯১ বলে ৫১ রান করলে বড় সংগ্রহের পথেই হাটে এইচপি ইউনিট। ৮ উইকেটে ২৩৭ রান তুলে ৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করেছে এইচপি ইউনিট।

‘এ’ দলের হয়ে রাকিবুল হাসান ৩টি ও পেসার খালেদ আহমেদ নেন ২ উইকেট। এ ছাড়া আবু জায়েদ চৌধুরী রাহি, শহিদুল ইসলাম ও নাঈম হাসান পান ১টি করে উইকেট।

এর আগে প্রথম দিনে অধিনায়ক মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তর অর্ধশতকে ৯ উইকেট হারিয়ে ২২৩ রান তোলে ‘এ’ দল। দ্বিতীয় দিনে মাত্র ৮ রান তুলতেই অলআউট হয়ে যায় ‘এ’ দল। প্রথম দিন ৫ উইকেট নেওয়া স্পিনার হাসান মুরাদ এদিনও তুলে নেন একটি উইকেট।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

আকবর আলী বাংলাদেশ ‘এ’ দল বনাম এইচপি ইউনিট বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মাহমুদুল হাসান জয় মুমিনুল হক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর