Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবশেষে জয় পেল জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২১ ০৫:২১ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২১ ০৫:২২

নতুন মৌসুমে দুঃসময় পিছুই ছাড়ছিল না জুভেন্টাসের। সিরি আ’তে স্পেৎজিয়ার বিপক্ষে মাঠে নামার আগের চার ম্যাচের দুটিতে ড্র ও দুটিতে হেরেছিল জুভেরা। অবশেষে পঞ্চম ম্যাচে এসে স্পেৎজিয়ার বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে জুভেন্টাস।

নিজেদের প্রথম জয়ের খোঁজে জুভেন্টাস স্পেৎজিয়ার মাঠে শুরুটা দারুণ করে। ম্যাচের মাত্র সাত মিনিটের মাথায় ময়েজ কিনের শট অল্পের জন্য লক্ষ্যে থাকেনি। প্রথমবার ব্যর্থ হলেও ম্যাচের ২৮তম মিনিটে এসে সেই কিনই এনে দেন জুভেদের লিড। অ্যাড্রিয়েন র‍্যাবিওটের অ্যাসিস্ট থেকে নিচু শটে বল জালে জড়িয়ে জুভেদের এগিয়ে নেন ইতালিয়ান ফরোয়ার্ড ময়েজ কিন।

বিজ্ঞাপন

তবে তুরিনের বুড়িদের আনন্দ যেন বেশিক্ষণ সহ্য হয়নি স্পেৎজিয়ার। ম্যাচের ৩৩তম মিনিটে এমানুয়েল জিয়াসির গোলে সমতায় ফেরে স্বাগতিকরা।

বিরতির পর ম্যাচের দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে এগিয়ে যায় স্পেৎজিয়া। সতীর্থের পাস ধরে ডি-বক্সে ঢুকে একজনকে কাটিয়ে গোলটি করেন জ্যানিস আনতিস্তে।

ম্যাচের ৬৬তম মিনিটে এসে জুভেদের সমতায় ফেরান ফেদেরিখো কিয়েসা। ডি-বক্সে জটলার মধ্যে বল পেয়ে দারুণভাবে একটু সামনে এগিয়ে নেন তিনি, এরপর পরাস্ত করেন গোলরক্ষককে।

আর ম্যাচের ৭২তম মিনিটে তুরিনের বুড়িদের জয়সূচক গোলটি এনে দেন ডিফেন্ডার ম্যাথিয়াস ডি লিট। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-২ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস। চলতি মৌসুমের সিরি আ’তে এটি ছিল তুরিনের বুড়িদের প্রথম জয়।

পাঁচ ম্যাচে এক জয় ও দুটি করে হার এবং ড্র’তে ৫ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে আছে জুভেন্টাস। ৪ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে স্পেৎজিয়া। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলান। একটি করে ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট নিয়ে নাপোলি দুইয়ে ও ১০ পয়েন্ট নিয়ে এসি মিলান তিনে আছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

ইতালিয়ান সিরি আ জুভেন্টাস জুভেন্টাস বনাম স্পেৎজিয়া জুভেন্টাসের জয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর