Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মূল দল বিশ্রামে, ইএফএল কাপ থেকে বিদায় রেড ডেভিলদের

স্পোর্টস ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২১ ০৩:১১ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২১ ১১:৫৯

ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ওয়েস্ট হামকে ইএফএল কাপের তৃতীয় রাউন্ডে আতিথ্য দেয় ম্যানচেস্টার ইউনাইটেড। ওয়েস্ট হামকে হালকাভাবে নেওয়ার মাশুল দিতে হয়েছে ১-০ গোলের ব্যবধানে হেরে বাদ পড়তে হয়েছে ইএফএল থেকে।

এদিন রেড ডেভিল কোচ ওলে গানার শোলশায়ার ক্রিস্টিয়ানো রোনালদো, ব্রুনো ফার্নান্দেজসহ মূল একাদশের সবাইকেই বিশ্রামে রেখে দ্বিতীয় সারির দল মাঠে নামান। আর তারই মাশুল ওয়েস্ট হামের কাছে ১-০ গোলের ব্যবধানে হেরে ইএফএল থেকে বিদায়। হ্যামার্সদের হয়ে একমাত্র গোলটি করেন ম্যানুয়েল লানজিনি।

বিজ্ঞাপন

ম্যাচের ৯ মিনিটের মাথায় ওয়েস্ট হাম ডিফেন্ডার ফেডেরিখ ইউনাইটেড ডিফেন্ডার অ্যালেক্স তেয়াসকে কাটিয়ে বল বাড়ান ম্যানুয়েল লানজিনির উদ্দেশ্যে। আর বল পেয়ে দারুণ এক শটে তা জালে জড়িয়ে ওয়েস্ট হামকে ১-০ ব্যবধানে লিড এনে দেন তিনি।

চার মিনিটে পরেই হুয়ান মাতার নেওয়ার কর্নার থেকে ফেরত আসা বল পেয়ে যান নিজেই। আর বল পেয়ে দারুণ এক শট নেন তিনি কিন্তু তার শট ক্রসবারে লেগে ফিরে আসলে সমতায় ফেরা হয়নি রেড ডেভিলদের।

ম্যাচের ২৭ মিনিটে জেসে লিংগার্ডের ২০ গজ দূর থেকে নেওয়া শট দারুণভাবে ফিরিয়ে দেন হ্যামার্স গোলরক্ষক আলফোন্সো আরিওলা।

বিরতি থেকে ফিরে ৫০তম মিনিটের মাথায় মাতার দারুণ এক ক্লিপ থেকে ডি-বক্সের ভেতর বল পেয়েও তা গোলপোস্টের ওপর দিয়ে পাঠিয়ে দেন জডান সানচো। ৬৩তম মিনিটে ডনি ভ্যান ডি বিকের দুর্দান্ত এক বল পেয়ে শট করেন মেসন গ্রিনউড কিন্তু তার শট আলতো ছোঁয়ায় গোলপোস্টের বাইরে ঠেলে দেন আরিওলা। এরপর শোলশায়ার ব্রুনো ফার্নান্দেজকে মাঠে নামান।

তবে ব্রুনো মাঠে নামলে আক্রমণের ধার বাড়লেও গোলের দেখা পাওয়া হয়নি রেড ডেভিলদের। শেষ পর্যন্ত ওই ১-০ ব্যবধানের হারে ইএফএল কাপের তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

ইএফএল কাপ কারাবো কাপ ম্যানচেস্টার ইউনাইটেড বনাম পার্টিজেন বেলগ্রেড ম্যানচেস্টার ইউনাইটেডের হার

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর