Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শের-ই-বাংলায় আরেক ইকবালের পদধূলি


২২ সেপ্টেম্বর ২০২১ ১৯:০২ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২১ ২১:০৮

চোখ ধাঁধানো কাভার ড্রাইভ, কখনো ডাউন দ্যা উইকেটে এসে সপাটে শট- ব্যাট হাতে তামিম ইকবালের এমন রুপ হয়তো মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রতিটি ঘাসই দেখেছে! ১৫ বছর ধরে জাতীয় দলের হয়ে খেলছেন তামিম, তার আগে খেলেছেন ঘরোয়া ক্রিকেট। দেশের সবচেয়ে বেশি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় যে স্টেডিয়ামটিতে সেটির প্রতিটি কোণে তামিমের স্পর্শ থাকাই স্বাভাবিক। শের-ই-বাংলায় বহু ক্রিকেট খেলেছেন তামিমের বড় ভাই নাফিস ইকবালও। আজ শের-ই-বাংলায় আরেক ইকবালের পদধূলি। আরহাম ইকবাল খান, তামিম ইকবালের ছেলে। বাবার সঙ্গে মিরপুরে আজ ব্যাট হাতে নেমে পড়েছিলেন আরহাম।

বিজ্ঞাপন

চট্টগ্রামের পরিচিত খান পরিবারের রক্তেই যেন মিশে আছে খেলাধুলা। তামিম, নাফিসের বাবা ইকবাল খান একাধারে খেলতেন ক্রিকেট ও ফুটবল। চাচা আকরাম খান বাংলাদেশ ক্রিকেটের বড় তারকা। সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক এখন ক্রিকেট বোর্ডের বড় কর্তা। নাফিস ইকবাল জাতীয় দলে খেলেছেন বহুদিন। তামিম তো বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকই। বর্তমান ওয়ানডে দলের অধিনায়ক তিনি। পরিবারে এতো এতো তারকা খেলোয়াড় থাকার বিষয়টিই হয়তো আরহামকে মাঠে টেনে এনেছে!

বিজ্ঞাপন

ইনজুরির কারণে অনেকদিন মাঠের বাইরে থাকা তামিম আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। তবে অনুশীলনে ফিরেছেন তিনি। একদিন বাদে নেপালে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ খেলতে দেশ ছাড়বেন। কদিন ধরেই মিরপুরে ব্যাট হাতে ঘাম ছড়াচ্ছেন তামিম। আজও এসেছিলেন, সঙ্গে আরহাম। তামিম ফেসবুকে লিখেছেন, ‘আরহাম আজ মাঠে যেতে চাইল। বাবা ও ছেলে দারুণ সময় কাটালাম। আলহামদুলিল্লাহ।’

বাবা ছেলে মাঠে নেমে দুজন ব্যস্ত হয়ে পড়লেন দুই ভাবে। তামিম নেটে গেলেন ব্যাটিং অনুশীলন করতে। আরহামকেও দেখা গেল নেটের পাশে ব্যাটিং করতে। যেভাবে ব্যাট চালাচ্ছিলেন মনে হচ্ছিল ব্যাট ধরার অভ্যাস বেশ ভালোই আছে। ব্যাটিং, মাঠে দৌড়াদৌড়ি ইত্যাদির মধ্যে আজ আরহামই ছিলেন মধ্যমণি।

একটা জিনিস সবার দৃষ্টি কাড়ল। বাবা তামিম বাঁহাতি ব্যাটার, কিন্তু আরহামকে দেখা গেল ডানহাতি ব্যাটিং করতে। অনেকক্ষণ অনুশীলন শেষে হাত ধরাধরি করে মাঠ ছাড়লেন বাবা-ছেলে।

ইকবাল খান, আকরাম খান, নাফিস ইকবাল খান ও তামিম ইকবাল খানের পর খান পরিবার থেকে কি আরেকজন ক্রিকেটার উঠে আসছেন? এমন প্রশ্নের উত্তর তামিম আগেই দিয়ে রেখেছেন। আরহাম ক্রিকেটার হবেন কিনা এমন এক প্রশ্নে তামিম বলেছিলেন, ‘ছেলে যা করতে চায়, করবে। ক্রিকেটার হতে চাইলে ক্রিকেটার হবে। অন্য কোনো পেশায় যেতে চাইলে যাবে। যেখানেই যাক সব সময় আমাকে পাশে পাবে।’

২০১৪ বিশ্বকাপের আর্জেন্টিনার কোচ টপ নিউজ তামিম ইকবাল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর