Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোস্তাফিজকে নিয়ে ব্যাটিংয়ে রাজস্থান


২১ সেপ্টেম্বর ২০২১ ২০:১৬ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২১ ২০:২০

১৪তম আইপিএলের দ্বিতীয় অংশে নিজেদের প্রথম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমেছে রাজস্থান রল্যালস। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাঞ্জাব কিংসের অধিনায়ক লোকেশ রাহুল। বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে নিয়ে আজ একাদশ সাজিয়েছে রাজস্থান।

আইপিএলের বাংলাদেশি সমর্থকদের বড় অংশই নজর কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের ম্যাচে। কারণ কলকাতার স্কোয়াডে আছেন বাংলাদেশি তারকা সাকিব আল হাসান, রাজস্থানে মোস্তাফিজ। গতকাল কলকাতা তাদের একাদশে সাকিবকে রাখেনি। তবে আজ মোস্তাফিজকে উপেক্ষা করেনি রাজস্থান।

বিজ্ঞাপন

এভিন লুইস, লিয়াম লিভিংস্টোন, ক্রিস মরিচের সঙ্গে চতুর্থ বিদেশি ক্রিকেটার হিসেবে মোস্তাফিজকে একাদশে রেখেছে দলটি। মোস্তাফিজকে উপেক্ষা করাটাও হয়তো ঠিক হতো না।

সম্প্রতি টি-টোয়েন্টি ফরম্যাটে দুর্দান্ত ফর্মে আছেন কাটার মাস্টার। ঘরের মাঠে দেশের হয়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে রীতিমতো কাঁপিয়ে ছেড়েছেন মোস্তাফিজ। আরব আমিরাতের উইকেটেও ভয়ংকর হওয়ার কথা মোস্তাফিজের। তাছাড়া রাজস্থানের স্কোয়াডে মোস্তাফিজকে উপেক্ষা করে একাদশে জায়গা পাওয়ার মতো ক্রিকেটার এই মুহূর্তে নেই।

করোনার কারণে ১৪তম আইপিএল বন্ধ হওয়ার আগে ৭ ম্যাচ খেলে ৩টিতে জিতেছিল রাজস্থান। পয়েন্ট টেবিলে সাঞ্জু স্যামসনের দলের অবস্থান ৬ নম্বরে।

আইপিএল মোস্তাফিজুর রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর