Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আমি মারা না যাওয়া পর্যন্ত কেউ বিসিবি সভাপতি হতে চাইবে না’


২১ সেপ্টেম্বর ২০২১ ২১:৩২

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন [ফাইল ছবি]

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) দ্বিতীয় মেয়াদে সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপনের মেয়াদ শেষ হওয়ার কথা আগামী ৩১ অক্টোবর। কিন্তু ১২তম বোর্ড সভার মাধ্যমে আজই সর্বশেষ নির্বাচিত কমিটি ভেঙে গেল। সামনেই আরেকটি নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে নাজমুল হাসান পাপনের বিশ্বাস, তিনি মারা না যাওয়া পর্যন্ত কেউ বিসিবি সভাপতির পদটা নিতে চাইবেন না! বিসিবি সভাপতির মন্তব্য, ‘সবাই পরিচালক হতে চায়, কিন্তু সভাপতি হতে চায় না।’

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে নাজমুল হাসান পাপন পরিচালনা পর্যদের ১২তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে নানা প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্যানেল ছাড়া উন্মুক্ত অংশগ্রহণের নির্বাচনের ঘোষণা দিয়েছেন নাজমুল হাসান। সেক্ষেত্রে যে কেউই পরিচালক বা সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।

উন্মুক্ত প্যানেলে নির্বাচনের কথা বললেও নাজমুল হাসান মনে করছেন, সভাপতি পদে কেউ আসতে চান না। তিনি বলেন, ‘আমি যদি এখানে থাকি, আমার একটি জিনিস মনে হচ্ছে— যে আমি মারা না যাওয়া পর্যন্ত কেউ এই পদটা নিতে চাইবে না।’

তবে কেউ বিসিবি সভাপতি হতে চান না— এমন পরিস্থিতিকে ভালো মনে করছেন না পাপন। বরং তাকে যেন চ্যালেঞ্জ করা হয়, সেটিই চাইছেন তিনি। পাপন বলেন, নাজমুল হাসান বলেন, ‘আমি চাই, আমার বোর্ডে যারাই আসুক, তারা চ্যালেঞ্জ গ্রহণ করুক। বলুক, আমি সভাপতি হতে চাই। অন্তত বলুক। এখন তো কেউ বলেও না। এটি ভালো দিক না। কারও জন্য কিছু আটকে থাকে না। নতুন যারা দায়িত্ব নেবে, তাদের একটি পাইপলাইন আমাদের থাকা উচিত।’

উন্মুক্ত প্যানেলের নির্বাচনের পক্ষে নিজের অবস্থান ব্যাখ্যা করে নাজমুল হাসান পাপন বলেন, ‘প্রতিবার একটি করে প্যানেল থাকে। প্যানেলটা দিলে যেটা হয়, আর কেউ দাঁড়ায়ই না। অপ্রতিদ্বন্দ্বী হয়ে যায়। এবার তো প্যানেলে নেই। এবার তো কেউ বলতে পারবে না যে এ আমার প্রার্থী কিংবা ও আমার প্রার্থী। আমি আশা করব, এবার নির্বাচনটা হোক।’

তিনি আরও বলেন, ‘আবারও বলে নিচ্ছি, এবারের নির্বাচনটা একটু ভিন্ন। আমি আগে থেকেই বলে আসছি, আবারও বলছি— আমি মনেপ্রাণে বিশ্বাস করি, নতুন ভাবনা, নতুন মানসিকতা যদি না আসে ক্রিকেট বোর্ডে, তাহলে সব একই ধারায় চলতে থাকে। এবার আমি মনেপ্রাণে চাইছি নতুন লোকের আসা উচিত।’

বিজ্ঞাপন

নতুন কেউ নেতৃত্বে এলে তাকে সহযোগিতার প্রতিশ্রুতিও দিয়ে রাখলেন পাপন, ‘আমি চেষ্টা করব এবং চাইব যে নতুন কেউ আসুক। নতুন কেউ এলে খুশি হব। আমি পুরোপুরি সমর্থন দেবো, কোনো অসুবিধা নেই। যে-ই আসুক, আমি তাকে পূর্ণ সমর্থন দেবো। আমরা যদি হেরেও যাই, নতুন যারা আসবে, তাদের সমর্থন দেবো। আমাকে যখন যা বলবে, তখন তাই করব।’

টপ নিউজ নাজমুল হাসান পাপন বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর