Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলে গেলেন জালাল আহমেদ চৌধুরী

স্পোর্টস ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২১ ১৩:০৫ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২১ ১৫:৪২

সাবেক ক্রিকেটার, জাতীয় ক্রিকেট কোচ, সংগঠক, সাংবাদিক, ক্রিকেট লিখক জালাল আহমেদ চৌধুরী আর নেই। বেশ কয়েকদিন ধরে অসুস্থ থাকার পর আজ সকালে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যু হয়েছে তার।

গত ১ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন তিনি। পরে কিছুটা সুস্থ হয়ে ছাড়াও পান। গত বুধবার অসুস্থতা বাড়লে আবার তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি তিন দিন আগে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়। তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে, শরীর ফুলে যায় অনেকটাই। এরপর আর পারলেন না স্বাভাবিক জীবনে ফিরতে।

বিজ্ঞাপন

ছিলেন ক্রিকেটার পরবর্তীতে নাম লেখান ক্রিকেট কোচিং এবং সাংবাদিকতায়। দুটোই তার চলেছে সমানতালে। ১৯৭৯ সালে দেশের প্রথম আইসিসি ট্রফি অভিযানে তিনি ও ওসামন খান ছিলেন দলের কোচ। ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয়ী বাংলাদেশ দলের প্রস্তুতিতে তিনি ছিলেন প্রধান কোচ গর্ডন গ্রিনিজের সহকারী। প্রাথমিক দল গড়েছিলেন তিনিই।

জালাল আহমেদ চৌধুরীর জন্ম ১৯৪৭ সালে। বেড়ে উঠেছেন আজিমপুর কলোনিতে। ষাটের দশকে ক্রিকেট ক্যারিয়ারের শুরু উদিতি ক্লাবের হয়ে। তিনি ছিলেন মূলত উদ্বোধনী ব্যাটসম্যান। পাশাপাশি কিপিং ও অফ স্পিন বোলিংও করতেন।

রাজধানীর বেশ কয়েকটি শীর্ষ ক্লাবকে কোচিং করিয়েছেন জালাল আহমেদ চৌধুরী। তার হাত ধরে বাংলাদেশ ক্রিকেটে এসেছে বড় বড় কিছু তারকা। জাতীয় দলের প্রথম ওয়ানডে অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু থেকে শুরু করে দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা স্পিনার নজরুল কাদের লিন্টু, রবিন, গোলাম ফারুক সুরু, জি এম নওশের প্রিন্স, তুষার ইমরানসহ অগণিত তারকার বেড়ে ওঠা জালাল আহমেদ চৌধুরীর হাতে।

জাতীয় দলের কোচ হিসেবে কাজ করেছেন তিনি বিভিন্ন সময়। এছাড়াও বিসিবির হেম ডেভেলপমেন্ট, ক্রিকেট অপারেশন্স, আম্পায়ার্স কমিটিসহ নানা ভূমিকায় কাজ করেছেন বাংলাদেশ ক্রিকেটে।

বিজ্ঞাপন

তার ক্রীড়া সাংবাদিকতা জীবনের শুরু আশির দশকের শুরুর দিকে নিউ নেশন প্রত্রিকার হয়ে। এরপর দীর্ঘদিন কাজ করেন টাইমস-এ। ইংরেজি পত্রিকায় কাজ করলেও দারুণ খ্যাতি অর্জন করেন তিনি বিভিন্ন বাংলা প্রত্রিকায় কলাম লিখে।

সারাবাংলা/এসএস

ক্রীড়া ব্যক্তিত্ব জালাল আহমেদ চৌধুরী মারা গেছেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর