ইংল্যান্ডও বাতিল করল পাকিস্তান সফর
২০ সেপ্টেম্বর ২০২১ ২২:০৯ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২১ ২৩:২০
নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে গিয়েও ম্যাচ না খেলে দেশে ফিরে গেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। কদিন বাদেই আরেকটা দুঃসংবাদ পেল পাকিস্তান। পাকিস্তান সফর বাতিল করেছে ইংল্যান্ড। আগামী মাসে পাকিস্তানে সিরিজ খেলতে যাওয়ার কথা ছিল ইংল্যান্ডের পুরুষ ও নারী ক্রিকেট দলের।
সোমবার (২০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড এন্ড ওয়ালস ক্রিকেট বোর্ড (ইসিবি)। কারণ হিসেবে ওই অঞ্চলে সফরের নিরাপত্তা নিয়ে উদ্ভূত শঙ্কা এবং কোভিড পরিস্থিতিতে ক্রিকেটারদের ওপর অধিক চাপ কমানোর বিষয় উল্লেক করা হয়েছে।
আগামী অক্টোবরের ১৩ ও ১৪ তারিখে পাকিস্তান জাতীয় দলের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল ইংল্যান্ডের। ইংলিশ নারী দলের খেলার কথা ছিল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পাকিস্তান নারী দলের বিপক্ষে তিনটি ম্যাচ অনুষ্ঠিত ওয়ার কথা ছিল ১৭, ১৯ ও ২১ অক্টোবর। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল রাওয়ালপিন্ডিতে।
ইসিবির বিবৃতিতে বলা হয়েছে, ‘(জৈব সুরক্ষাবলয়ে থাকার চাপ) ছেলেদের টি-টোয়েন্টি দল নিয়ে অতিরিক্ত জটিলতা তৈরি করবে। এমন পরিস্থিতিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি নিতে সেখানে সফর করা ঠিক আদর্শ সিদ্ধান্ত হয় না, যেখানে বিশ্বকাপে ভালো খেলাই সবচেয়ে প্রাধান্য পাচ্ছে। আমরা বুঝতে পারছি, এ সিদ্ধান্ত পিসিবিকে হতাশ করবে। দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে তারা নিরলসভাবে কাজ করছে। গত দুটি গ্রীষ্মে ইংলিশ ক্রিকেটকে তারা অনেক সাহায্য করেছে, যেটা বন্ধুত্বের পরিচায়ক। পাকিস্তান ক্রিকেটে এর যে প্রভাব পড়বে, সে জন্য আমরা সত্যি দুঃখিত।’