Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্বিতীয় ভাগে কলকাতা ভালো করবে আশা সাকিবের

স্পোর্টস ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২১ ১৫:২১

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) স্থগিত হয়ে যাওয়া অংশের খেলা মাঠে গড়াচ্ছে রোববার (১৯ সেপ্টেম্বর) থেকে। ইতোমধ্যেই সংযুক্ত আরব আমিরাতে কলকাতা নাইট রাইডার্সের ক্যাম্পে যোগ দিয়েছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দ্বিতীয় ভাগে অসাধারণ পারফরম্যান্স করবে কলকাতা নাইট রাইডার্স, সতীর্থদের কাছে এমনটাই প্রত্যাশা সাকিবের।

সংযুক্ত আরব আমিরাতে পৌঁছানোর পর বাধ্যতামূলক কোয়ারেনটাইন শেষে দলের অনুশীলনে যোগ দিয়েছেন সাকিব। টি-টোয়েন্টি বিশ্বকাপ করে তবেই দেশে ফিরবেন তিনি। সাকিবের মতো দেশে ফেরা হবে না রাজস্থান রয়্যালসের মুস্তাফিজুর রহমানের। আগামি ১৫ অক্টোবর আইপিএলের ফাইনাল। ফাইনালের দু’দিন পরই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

বিজ্ঞাপন

https://twitter.com/KKRiders/status/1439425261896822786?s=20

আইপিএলের প্রথমাংশে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেনি কলকাতা। গ্রুপ পর্বের প্রথম সাত ম্যাচের পাঁচটিতেই হার সাকিবের দলের। তবে দ্বিতীয় ভাগে ভালো করার আশা করছেন তিনি।

কলকাতার হয়ে অনুশীলন শেষে সাকিব বলেন, ‘কয়েকদিন পরই প্রথম ম্যাচ। আমরা সবাই এর জন্য প্রস্তুত। আমাদের সমর্থন করতে থাকুন। আমি আশা করছি, কেকেআর আসরের দ্বিতীয়ভাগে অসাধারণ খেলবে।’

আইপিএলের দ্বিতীয় পর্বে সাকিবের দল কলকাতা মাঠে নামতে যাচ্ছে আগামী ২০ সেপ্টেম্বর, প্রতিপক্ষ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

এবারের আইপিএলের প্রথম পর্বে (ভারতের মাটিতে) সাকিবের পারফরম্যান্স অবশ্য আশানরুপ ছিল না। তিন ম্যাচে খেলে তিনি করেন মাত্র ৩৮ রান, বল হাতে নেন ২ উইকেট।

সারাবাংলা/এসএস

আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কলকাতা নাইট রাইডার্স সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর