Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ম্যানসিটির পয়েন্ট হারানোর দিনে আর্সেনালের কষ্টার্জিত জয়

স্পোর্টস ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২১ ০০:৩১ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২১ ০০:৩৫

ইতিহাদে শনিবার হোঁচট খেয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। সাউদাম্পটনের বিপক্ষে ঘরের মাঠে গোলশূন্য ড্র করেছে সিটিজেনরা। এদিকে ২০২১/২২ মৌসুমে প্রিমিয়ার লিগের প্রথম তিন ম্যাচে হার দিয়ে শুরু করা আর্সেনাল বার্নলির বিপক্ষে ম্যাচ জিতে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে। ওডেগার্ডের ফ্রিকিক থেকে করা দুর্দান্ত গোলে গানাররা জিতল ১-০ ব্যবধানে।

ঘরের মাঠে গোটা ম্যাচে ৬৪ শতাংশ বল দখলে রেখে গোলের উদ্দেশে মোট ১৬টি শট নেয় সিটিজেনরা। তাদের যে একটি শট লক্ষ্যে ছিল, সেটিও নির্ধারিত ৯০ মিনিটের পরে! সাউদাম্পটনের ১০ শটের দুটি লক্ষ্যে ছিল।

বিজ্ঞাপন

গেল সপ্তাহেই ইতিহাদে লাইপজিগকে ৬-৩ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছিল সিটি। দুর্দান্ত জয়ের পর সমর্থকদের আরও বেশি মাঠে আসার অনুরোধ জানিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন সিটির কোচ পেপ গার্দিওলা। তার ডাকে সমর্থকরা মাঠে এলো ঠিকই, কিন্তু পারফরম্যান্স দিয়ে তাদের মন ভরাতে পারল না বর্তমান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।

এবারের মৌসুমে টানা তিন জয়ের পর সাউদাম্পটনের বিপক্ষে গোলশূন্য ড্র করে পয়েন্ট হারাল সিটিজেনরা। লাইপজিগ ম্যাচ থেকে একাদশে পাঁচটি পরিবর্তন এনে খেলতে নামা সিটি প্রথমার্ধে সেভাবে পরিষ্কার সুযোগই তৈরি করতে পারেনি। তাদের বেশিরভাগ আক্রমণই রুখে দেয় সাউদাম্পটনের রক্ষণভাগ। বিরতির আগে ফার্নান্দিনহোর ক্রসে কাছ থেকে গ্যাব্রিয়েল জেসুসের হেড উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে।

বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধের আট মিনিটের মাথায় আরও একটি সুযোগ আসে জেসুসের কাছে। কিন্তু জ্যাক গ্রিলিশের কাছ থেকে পাওয়া দুর্দান্ত এক পাস উড়িয়ে মেরে হতাশ করেন জেসুস। এরপর ৬১তম মিনিটে সাউদাম্পটনকে পেনাল্টি ও সিটির ডিফেন্ডার কাইল ওয়াকারকে লাল কার্ড দিয়েছিলেন রেফারি। তবে ভিএআরে বদলে যায় দুটি সিদ্ধান্তই।

বিজ্ঞাপন

খেলার ৬৫তম মিনিটে ফার্নান্দিহো এবং জেসুসকে তুলে ডি ব্রুইন ও রিয়াদ মাহারেজকে মাঠে নামান গার্দিওলা। কিন্তু তাতেও কাজের কাজ হয়নি কিছুই। কেউই সাউদাম্পটনের রক্ষণ ভাঙতে পারেননি। শেষ পর্যন্ত ওই গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় সিটিজেনদের।

এদিকে মৌসুমের প্রথম তিন ম্যাচে টানা হেরে পরের দুই ম্যাচে দুটি জয় তুলে নিল আর্সেনাল। খেলার ১০ ও ১৪ মিনিটের মাথায় দুটি সুযোগ হাতছাড়া করা আর্সেনালকে লিড এনে দেন মার্টিন ওডেগার্ড। ৩০তম মিনিটে ওডেগার্ডের দুর্দান্ত ফ্রিকিকে খুব বেশি কিছু করার ছিল না বার্নলি গোলরক্ষকের। তার করা ওই একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে গানাররা।

ম্যাচের ৪৫তম মিনিটে পেপের ক্রসে এমিল স্মিথ রোয়ের চেষ্টা একটুর জন্য লক্ষ্যে থাকেনি। প্রথমার্ধের বিবর্ণ বার্নলি বদলে যায় বিরতির পর। একের পর এক আক্রমণে কাঁপিয়ে দেয় আর্সেনালকে। ৫৯তম মিনিটে ম্যাক্সওয়েলের শট ঠেকিয়ে আর্সেনালের ত্রাতা গোলরক্ষক অ্যারন র‌্যামসডেল।

ম্যাচের ৬৮তম মিনিটে বেন হোয়াইটের ব্যাকপাস বিপদমুক্ত করতে এসে মাটেই ভিদ্রাকে ফাউল করেন র‌্যামসডেল। এতেই রেফারি পেনাল্টির বাঁশি বাজান কিন্তু পরে ভিএআরে বদলে যায় সিদ্ধান্ত। বলে গোলরক্ষকের পা স্পর্শ করায় বেঁচে যায় আর্সেনাল। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় বার্নলির বিপক্ষে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে গানাররা।

এই জয়ে ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে উঠে এসেছে আর্সেনাল। দিনের অন্য ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ৩-০ গোলে হারানো লিভারপুল ১৩ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে আর সাউদাম্পটনের বিপক্ষে গোলশূন্য ড্র করা ম্যানচেস্টার সিটি ১০ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে।

সারাবাংলা/এসএস

২০২১/২২ মৌসুম ইপিএল ইংলিশ প্রিমিয়ার লিগ বার্নলি বনাম আর্সেনাল ম্যানচেস্টার সিটি বনাম সাউদাম্পটন

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর