Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানে-সালাহর গোলে প্রিমিয়ার লিগের শীর্ষে লিভারপুল

স্পোর্টস ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২১ ২৩:২৩ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২১ ২৩:২৯

অ্যানফিল্ডে মোহাম্মদ সালাহ, সাদিও মানে এবং নাবি কেইটার গোলে ক্রিস্টাল প্যালেসকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল। দুর্দান্ত এই জয়ে তিন পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে উঠে এসেছে অল রেডরা।

ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়তে পারত অল রেডরা। দ্বিতীয় মিনিটে উইলফ্রেড জাহার শট কোনোমতে কর্নারের বিনিময়ে ফেরান অ্যালিসন বেকার। এরপরের মিনিটেই ক্রিস্টিয়ান বেনটেকের হেড পোস্টে লাগলে রক্ষা পায় লিভারপুল।

বিজ্ঞাপন

তবে প্রথম দিকে চাপের পড়ে সেই কাটিয়ে ঘুরে দাঁড়ায় অল রেডরা। ৩৮তম মিনিটে ডিয়োগো জোটা দুর্দান্ত এক সুযোগ হাতছাড়া করলে হতাশা বাড়ে স্বাগতিকদের। থিয়াগো আলকান্তারা হেড গোলরক্ষক ভিসেন্তে গুয়াইতা দারুণ নৈপুণ্যে রুখে দিলেও বিপদমুক্ত করতে পারেননি, বল চলে যায় জোটার পায়ে। গোলমুখ থেকে কেবল পায়ের টোকা দিতে পারলেই বল জড়াত জালে। কিন্ত ফাঁকায় থাকা জোটা বল মারলেন গোলপোস্টের উপর দিয়ে।

তবে প্রথম সুযোগ হাতছাড়া করলেও এর মিনিট পাঁচেক পর গোলের দেখা পায় অল রেডরা। ৪৩তম মিনিটে কর্নার থেকে মোহাম্মদ সালাহর হেড ঝাঁপিয়ে পড়ে রুখে দেন ক্রিস্টালের গোলরক্ষক। তবে বল আটকে রাখতে না পারলে বল বল চলে যায় সাদিও মানের কাছে। গোলমুখে বল পেয়ে তা জালে জড়াতে একটুও ভুল করেননি স্নেগালের এই ফরোয়ার্ড।

বিরতির পর আরও বেশি আক্রমণাত্মক হয়ে খেলতে শুরু করে লিভারপুল। ম্যাচের ৭২তম মিনিটে প্রতি আক্রমণে গোল পেতে পারতো সফরকারীরা। কিন্তু তাদের ফ্রেঞ্চ ডিফেন্ডার ওদসোন এদুয়া গোলমুখে বল নিয়ন্ত্রণেই নিতে পারেননি।

এরপির ম্যাচের ৭৮তম মিনিটে অলরেডদের ব্যবধান দ্বিগুণ করেন সালাহ। কর্নারে ভার্জিল ভ্যান ডাইক হেড করতে লাফিয়ে ঠিকমতো বলে মাথা ছোঁয়াতে পারেননি। তার কাঁধে লেগে বলে যায় ছয় গজ বক্সের মুখে সালাহর পায়ে। বিনা বাধায় ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন সালাহ।

বিজ্ঞাপন

এই নিয়ে লিগে এখন পর্যন্ত হওয়া পাঁচ রাউন্ডের চারটিতে জালের দেখা পেলেন সালাহ। গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে এসি মিলানের বিপক্ষেও জালের দেখা পেয়েছিলেন তিনি।

খেলার একদম অন্তিম মুহূর্তে নাবি কেইটা গোল করলে ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে অল রেডরা

এই জয়ে পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। দিনের আরেক ম্যাচে সাউদাম্পটনের সঙ্গে ঘরের মাঠে গোলশূন্য ড্র করা ম্যানচেস্টার সিটি ১০ পয়েন্ট নিয়ে উঠেছে দুই নম্বরে। একটি করে ম্যাচ কম খেলা ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি পয়েন্টও সমান ১০ করে।

সারাবাংলা/এসএস

২০২১/২২ মৌসুম ইপিএল ইংলিশ প্রিমিয়ার লিগ টপ নিউজ মোহাম্মদ সালাহ লিভারপুল বনাম ক্রিস্টাল প্যালেস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর