Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে মিঠুন-আকবরদের লড়াইয়ে বৃষ্টির দাপট


১৮ সেপ্টেম্বর ২০২১ ২১:০৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিট ও বাংলাদেশ ‘এ’ দলের প্রথম চার দিনের ম্যাচে ‘এ’ দল এগিয়ে ছিল অনেকটা। ‘এ’ দলের বড় সংগ্রহ এবং পরে এইচপি দলের শুরুতেই তিন উইকেট পড়ে যাওয়ার মধ্য দিয়ে শেষ হয়েছিল প্রথম দুই দিনের লড়াই। তৃতীয় দিনে এইচপির তরুণরা ঘুরে দাঁড়াতে পারেননি কিনা সেটাই ছিল দেখার। কিন্তু প্রকৃতি সে সুযোগ দিল কই! বৃষ্টির কারণে তৃতীয় দিনে খেলা মাঠে গড়িয়েছে মাত্র ৫.৪ ওভার।

বিজ্ঞাপন

শনিবার (১৮ সেপ্টেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল থেকেই ছিল বৃষ্টির রাজত্ব। দুপুরের আগে বৃষ্টি ছেড়ে গেলে দুপুর ২টায় খেলা শুরু হয়। কিন্তু সেটা আধাঘণ্টাও স্থায়ী হয়নি। আবারও ঝুম বৃষ্টি নামলে সেখানেই দিনের খেলা শেষ ঘোষণা করা হয়।

৫.৪ ওভারে উইকেট হারায়নি ৩ উইকেটে ৪১ রান নিয়ে খেলতে নামা এইচপি দল। নির্বিঘ্নেই ওই সময়টা কাটিয়ে দিয়েছেন তরুণ তানজিদ হাসান তামিম ও তৌহিদ হৃদয়। বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার সময় এইচপি দলের স্কোর ছিল ৫৫/৩।

এর আগে প্রথম ইনিংসে ৩৩৯ রান তোলে ‘এ’ দল। নামজুল হোসেন শান্ত সর্বোচ্চ ৯৫ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৮৫ রান করেছেন ইরফান শুক্কুর।

বাংলাদেশ ‘এ’ দল বিসিবি এইচপি দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর