পাকিস্তান সফর নিয়ে নিউজিল্যান্ডের পথে হাটতে পারে ইংল্যান্ডও
১৮ সেপ্টেম্বর ২০২১ ১১:৪৫ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২১ ১১:৪৬
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামার কথা ছিল সফরকারী নিউজিল্যান্ডের। তবে ম্যাচ শুরুর মাত্র ১০ মিনিটে আগে নিরাপত্তা ইস্যুতে ম্যাচ তো ম্যাচ গোটা সিরিজই বাতিল করেছে কিউইরা। আর এরপরেই পাকিস্তান সফর নিয়ে আবারও ভাবতে বসেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।
পড়ুন: নিরাপত্তা ইস্যুতে নিউজিল্যান্ডের পাকিস্তান সফর বাতিল
কিউইদের সফর স্থগিতের ঘটনায় পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ভালোভাবে ফেরার পথে বড় একটা ধাক্কা হয়ে আসবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকেরা। এরই মধ্যে শঙ্কা তৈরি হয়েছে ইংল্যান্ডের পাকিস্তান সফর নিয়েও। নিউজিল্যান্ড সফর শেষ করে যাওয়ার পর অক্টোবরে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল ইংল্যান্ডের পুরুষ ও নারী ক্রিকেট দলের।
নিরাপত্তা শঙ্কায় পাকিস্তানে দল নাও পাঠাতে পারে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এক বিজ্ঞপ্তিতে ইসিবি জানিয়েছে, সফর পরিকল্পনা ও নিরাপত্তার বিষয়টি তারা নতুন করে পর্যবেক্ষণ করবে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সফরের ব্যাপারে সিদ্ধান্ত জানাতে পারে।
পাকিস্তানে নিরাপত্তা পর্যবেক্ষণ করে সবুজ সংকেত দিয়েছিল পর্যবেক্ষক দল। সেই অনুযায়ী নিউজিল্যান্ডও বাংলাদেশ সফর শেষ করে সরাসরি পাকিস্তানে গিয়েছিল।
নিউজিল্যান্ডের পক্ষ থেকে বলা হয়েছে এছাড়া তাদের কোনো ‘উপায় ছিল না’। এনজেডসির বিবৃতিতে বলা হয়েছে, ‘নিউজিল্যান্ড সরকার নিরাপত্তা নিয়ে সতর্ক করার পর ব্ল্যাকক্যাপরা পাকিস্তান সফর বাতিল করছে। রাওয়ালপিন্ডিতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে হওয়ার কথা ছিল আজ, এরপর লাহোরে পাঁচ ম্যাচ সিরিজ হওয়ার কথা। তবে পাকিস্তানকে নিয়ে নিউজিল্যান্ড সরকারের নিরাপত্তা হুমকি অবনতি হওয়া, মাঠে নিউজিল্যান্ড ক্রিকেটের নিরাপত্তা কর্মকর্তার পরামর্শের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ব্ল্যাকক্যাপরা এ সফর চালিয়ে যাবে না। দলের পাকিস্তান ত্যাগ করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
পাকিস্তান সফরের ব্যাপারে নিউজিল্যান্ড ক্রিকেট ও ইসিবি ‘এসি রিস্ক’ নামের একটি নিরাপত্তা পরামর্শক প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল ছিল। নিউজিল্যান্ড সফর স্থগিতের পর একই নিরাপত্তা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করা ইংল্যান্ড পাকিস্তান গেলে সেটাই বরং আশ্চর্যের হবে!
এ নিয়ে কথা বলেছেন ইসিবির একজন মুখপাত্র। বলেছেন, ‘নিরাপত্তাজনিত কারণে নিউজিল্যান্ডের পাকিস্তান সফর বাতিলের বিষয়টি খতিয়ে দেখছি আমরা। নিরাপত্তা দলের সঙ্গে যোগাযোগ রাখছি আমরা। এই মুহূর্তে যারা পাকিস্তানে আছে পরিস্থিতিটা তারাই ভালো বলতে পারবেন। তারপর ইসিবি আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নেবে, সফরটি আদৌ হবে কি না।’
ইংল্যান্ড পাকিস্তান সফর থেকে সরে গেলে আরেকটি বড় ধাক্কা খাবে দেশটির ক্রিকেট। ২০০৫ সালের পর এবারই প্রথমবারের মতো পাকিস্তানে যেতে রাজি হয়েছিল ইংলিশরা।
সারাবাংলা/এসএস
পাকিস্তান বনাম ইংল্যান্ড পাকিস্তান সফর পাকিস্যান বনাম নিউজিল্যান্ড সিরিজ বাতিল সিরিজ বাতিলের শংকা