Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মানকাড’ বিতর্কের দিনে যুব দলের হার


১৭ সেপ্টেম্বর ২০২১ ২১:১৮

২১১ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ১৬৫ রানে নয় উইকেট হারিয়ে ফেললেও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন তাহজিবুল ইসলাম। একপ্রান্ত আগলে রেখে ৫০ রানে অপরাজিত ছিলেন তরুণ ক্রিকেটার। আফগানিস্তান যুব দলের অধিনায়ক নাঙ্গোলিয়া খারোটে তাহজিবুলকে সেখানেই বিতর্কিত মানকাড আউট করে বাংলাদেশের স্বপ্ন ভেঙেছেন। ১৯১ রানে গুটিয়ে গিয়ে ১৯ রানে ম্যাচ হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

বিজ্ঞাপন

কোনো বোলার ডেলিভারি সম্পন্ন করার আগেই নন স্ট্রাইকিং প্রান্ত থাকা ব্যাটার ক্রিজ ছেড়ে বেড়িয়ে গেলে তখন রানআউট করা ক্রিকেটে আইনসিদ্ধ হলেও এই মানকাড আউট সব সময়ই বাড়তি বিতর্ক। অনেকেই মনে করেন, এমন আউট ক্রিকেটের চেতনর সঙ্গে বেমানান। খারোটে আজ তাহজিবুলকে সেভাবে থামিয়েছেন।

অবশ্য পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম তিনটি জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত করে রেখেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই হারে সিরিজের ব্যবধান দাঁড়াল ৩-১।

টস জিতে আগে ব্যাটিং করতে নামা আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল ২১০ রান তোলে। সর্বোচ্চ ৬০ রান করেন বিলাল আহমেদ। ওপেনার সুলাইমান আরবজাই দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান করেছেন। বাংলাদেশের হয়ে মুহিউদ্দিন তারেক ২ উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট নিয়েছেন মুশফিক হাসান, মেহেরব, আইচ মোল্লা, নাইমুর রহমান ও আবদুল্লাহ আল মামুন।

‘মানকাড’ বিতর্কের পর ৪৪.২ ওভারে ১৯১ রান গুটিয়ে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। একমাত্র তাহজিবুলই ফিফটি পেয়েছেন বাংলাদেশ যুবাদের হয়ে। এছাড়া মাহফিজুল ইসলাম ২৬, খালিদ হাসান ২৩ ও আব্দুল্লাহ আল মামুন ২১ রান করেন।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাদেশ ক্রিকেট

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর