Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এইচপির বিপক্ষে চালকের আসনে ‘এ’ দল


১৭ সেপ্টেম্বর ২০২১ ১৮:৪৬

চট্টগ্রামে বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে চালকের আসনে বাংলাদেশ ‘এ’ দল। দ্বিতীয় দিন শেষে ২৯৬ রানে এগিয়ে মোহাম্মদ মিঠুনের দল। ‘এ’ দল প্রথম ইনিংসে তুলেছে ৩৩৯ রান। পরে ৩ উইকেটে ৪৩ রান তুলে আজ ম্যাচের দ্বিতীয় দিন শেষ করেছে এইচপি দল।

আগের দিন নাজমুল হোসেন শান্তর (৯৫) সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে ৫ উইকেটে ২৬০ রানে প্রথম দিন শেষ করেছিল প্রথমে ব্যাটিং করতে নামা ‘এ’ দল। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সেখান থেকে দ্বিতীয় দিন শেষ করে ৩৩৯ রানে থেমেছে মিঠুনের দল। এতে বড় অবদান ইরফান শুক্কুরের।

বিজ্ঞাপন

দ্বিতীয় দিনে ‘এ’ দলের তোলা ৭৯ রানের ৫৭ রানই এসেছে শুক্কুরের ব্যাট থেকে। আগের দিন ২৮ রানে অপরাজিত ছিলেন সম্প্রতি সময়ে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করতে থাকা এই উইকেটরক্ষক ব্যাটার। আজ অন্যপ্রান্ত থেকে নিয়মিত বিরতিতে উইকেট পড়ে যাওয়ার মধ্যে একপ্রান্ত আগলে রেখে এগুচ্ছিলেন শুক্কুর।

হাসান মুরাদের বলে নবম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ১৭৪ বল খেলে ১০টি চার ২টি ছক্কায় ৮৫ রান করেন। এইচপি দলের হয়ে ৫৬ রানে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন সুমন খান।

পরে জবাব দিতে নেমে সূচনাটা বেশ ভালোই করেছিলেন এইচপি দলের দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম। কিন্তু দলীয় ২৯ রানের মাথায় পেসার শহিদুল ইসলাম দারুণ এক ডেলিভারিতে ইমনকে (১২) ফেরালে হঠাৎ-ই বিপদে পড়ে যায় এইচপি দল। ১ রানের ব্যবধানে মাহমুদুল হাসান জয় (১) ও শাহাদাত হোসেন দিপুকেও (০) হারায় দলটি। ৩০ রানের মাথায় তৃতীয় উইকেট হারানো এইচপি দিন শেষে করেছে ৪৩/৩ রানে। ২১ রানে অপরাজিত তামিম, তার সঙ্গে ৫ রানে অপরাজিত তৌহিদ হৃদয়।

বিজ্ঞাপন

এইচপি দল বাংলাদেশ ‘এ’ দল বাংলাদেশ ক্রিকেট বিসিবি

বিজ্ঞাপন

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর