নিরাপত্তা ইস্যুতে নিউজিল্যান্ডের পাকিস্তান সফর বাতিল
১৭ সেপ্টেম্বর ২০২১ ১৬:২১ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২১ ১৮:৩৭
নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান সফর বাতিল করেছে নিউজিল্যান্ড। ১৮ বছর পর পাকিস্তান সফরে যাওয়া কিউইদের এবার তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) পৃথক বিবৃতিতে সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। সফর বাতিলের বিষয়ে এককভাবে সিদ্ধান্ত নিয়েছে এনজেডসি, পিসিবির বিবৃতিতে তা নিশ্চিত করা হয়েছে।
রাওয়ালপিন্ডিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি মাঠে গড়ানোর কথা ছিল আজ। কিন্তু খেলোয়াড়রা মাঠেই আসেননি। খেলোয়াড়দের হোটেল রুম ছাড়তে নিষেধ করা হয়েছে। এরপরই আসে সফর বাতিলের ঘোষণা।
নিউজিল্যান্ডের পক্ষ থেকে বলা হয়েছে এছাড়া তাদের কোনো ‘উপায় ছিল না’। এনজেডসির বিবৃতিতে বলা হয়েছে, ‘নিউজিল্যান্ড সরকার নিরাপত্তা নিয়ে সতর্ক করার পর ব্ল্যাকক্যাপরা পাকিস্তান সফর বাতিল করছে। রাওয়ালপিন্ডিতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে হওয়ার কথা ছিল আজ, এরপর লাহোরে পাঁচ ম্যাচ সিরিজ হওয়ার কথা। তবে পাকিস্তানকে নিয়ে নিউজিল্যান্ড সরকারের নিরাপত্তা হুমকি অবনতি হওয়া, মাঠে নিউজিল্যান্ড ক্রিকেটের নিরাপত্তা কর্মকর্তার পরামর্শের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ব্ল্যাকক্যাপরা এ সফর চালিয়ে যাবে না। দলের পাকিস্তান ত্যাগ করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
এনজেডসির প্রধান নির্বাহী ডেভিড হোয়াইটও সুর মিলিয়েছেন এতে, ‘যে পরামর্শ পাওয়া যাচ্ছে, তাতে এ সফর চালিয়ে যাওয়া সম্ভব নয়। আমি জানি, এটা পিসিবির জন্য আঘাত। তারা দারুণ আতিথেয়তা দিয়েছে আমাদের। তবে সবার ওপরে খেলোয়াড়দের নিরাপত্তা এবং এটাই (সফর বাতিল করা) একমাত্র দায়িত্বশীল সিদ্ধান্ত বলে বিশ্বাস করি আমরা।’
অন্যদিকে পিসিবি নিরাপত্তাহীনতার কোনো কারণই দেখছে না। তাদের বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড আমাদের জানিয়েছে, তাদের নিরাপত্তার কারণে সতর্ক করা হয়েছে এবং তারা এককভাবে সিরিজ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। পিসিবি ও পাকিস্তান সরকার প্রতিটা সফরকারী দলের জন্যই পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করেছে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকেও আমরা একই নিশ্চয়তা দিয়েছি। আমাদের প্রধানমন্ত্রী নিজে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। তাঁকে বলেছেন, আমাদের বিশ্বের অন্যতম সেরা গোয়েন্দা সংস্থা আছে। সফরকারী দলের ওপর কোনো হুমকি নেই।’
এভাবে সফর বাতিল করার বিষয়ে হতাশা প্রকাশ করেছে পিসিবি, ‘নিউজিল্যান্ড দলের সঙ্গে থাকা নিরাপত্তা কর্মকর্তারা পুরোটা সময় পাকিস্তান সরকারের নিরাপত্তাব্যবস্থা নিয়ে সন্তুষ্ট ছিলেন। পিসিবি ম্যাচ আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছে। তবে পাকিস্তান ও বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীরা শেষ মুহূর্তে এসে এই স্থগিতের সিদ্ধান্তে হতাশ হবেন।’