Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কে হচ্ছেন ভারতের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক


১৭ সেপ্টেম্বর ২০২১ ১২:৩৫ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২১ ১৫:২৩

ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ছেন বিরাট কোহলি- এমন গুঞ্জন অনেক দিনের। সেটাই সত্য হলো। গতকাল কোহলি নিজেই জানিয়ে দিয়েছেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে এই সংস্করণের নেতৃত্ব ছাড়বেন তিনি। বিশ্বকাপ শেষ হবে নভেম্বরের মাঝামাঝিতে। সে হিসেবে নতুন অধিনায়ক বেছে নিতে ভারতীয় বোর্ডের হাতে এখনো অনেক সময়। তবে আলোচনা শুরু হয়ে গেছে, কে হচ্ছেন ভারতের পরবর্তী অধিনায়ক।

রোহিত শর্মার নামই সবার আগে আসছে। বর্তমান টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক তিনি। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে রোহিতের নেতৃত্ব বারবার প্রসংশা কুড়িয়েছে। মুম্বাইকে পাঁচটি শিরোপা জেতানো রোহিত থাকতে কোহলি কেন দলের টি-টোয়েন্টির নেতৃত্বে, এমন প্রশ্নেই কোহলির নেতৃত্ব ছাড়ার গুঞ্জনকে প্রথমে উষ্কে দিয়েছিল।

বিজ্ঞাপন

দলে বাঘা বাঘা তারকাকে একত্রিত করলেও কোহলির নেতৃত্বে এখনো আইপিএল শিরোপা জিততে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ভারতীয় দলের হয়েও কিছু জিততে পারেননি অধিনায়ক কোহলি। সেই কারণেই কোহলির বদলে রোহিতের নাম উচ্চারিত হচ্ছিল বারবার। এখন কোহলি যখন নেতৃত্ব ছাড়লেন স্বাভাবিকভাবেই নতুন অধিনায়ক হিসেবে সবচেয়ে এগিয়ে রোহিত। তবে ভিন্ন আলোচনাও আছে।

রোহিতের বয়স ৩৪। এই বয়সী একজনকে টি-টোয়েন্টি অধিনায়ক বানাবে নাকি তরুণ কাউকে এখন থেকে তৈরি করবে সেই চিন্তাও করতে পারে ভারতীয় বোর্ড। ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে তেমন আলোচনাই চলছে। ভারতের সাবেক কিংবদন্তি সুনীল গাভাস্কার তরুণ কাউকে বেছে নেওয়ার পক্ষেই মত দিয়েছেন।

নতুন অধিনায়ক হিসেবে তরুণ লোকেশ রাহুলকে পছন্দ গাভাস্কারের, ‘এটা ভালো ব্যাপার যে বিসিসিআই সামনে তাকাচ্ছে। ভবিষ্যৎ ভাবনা সবসময়ই গুরুত্বপূর্ণ। ভারত যদি ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে কাউকে গড়ে তুলতে চায়, তাহলে রাহুলের দিকে তাকানো উচিত।’

বিজ্ঞাপন

আরেক তরুণ ঋষভ পন্তের কথাও শোনা যাচ্ছে। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে এরই মধ্যে বেশ ভালো নজর কেড়েছেন পন্ত। ভারতীয় বোর্ড শেষ পর্যন্ত কার ওপর ভরসা করে জানতে অপেক্ষা করতে হচ্ছে হয়তো নভেম্বর পর্যন্ত।

টি-টোয়েন্টি বিশ্বকাপ বিরাট কোহলি রোহিত শর্মা লোকেশ রাহুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর