Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ মুহূর্তের রোমাঞ্চে ইন্টারকে হারাল রিয়াল

স্পোর্টস ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২১ ০৩:০৭ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২১ ১০:০২

উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ ‘ডি’-এর ম্যাচে ইন্টার মিলানের আতিথ্য নেয় রিয়াল মাদ্রিদ। গোটা ম্যাচে রিয়াল মাদ্রিদে রক্ষণকে এক প্রকার ছিন্নভিন্ন করে দিয়েছিল ইন্টারের আক্রমণভাগ। তবে দুই দলের মধ্যকার পার্থক্য হয়ে দাঁড়িয়েছিলেন রিয়ালের বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়া। তার একের পর এক দুর্দান্ত সেভে রিয়ালকে গোল হজমের হাত থেকে বাঁচিয়ে রেখেছিল। গোটা ম্যাচ ইন্টার ছড়ি ঘোরালেও শেষ মুহূর্তে এসে কামাভিঙ্গার অ্যাসিস্ট থেকে গোল করে রিয়ালকে রোমাঞ্চকর জয় এনে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো।

বিজ্ঞাপন

ম্যাচের ৮৯তম মিনিটে এসে বাঁ দিক থেকে আক্রমণে ওঠে রিয়াল। মধ্যমাঠ থেকে খানিক এগিয়ে বল নিয়ে একটু সামনে যান ফেদেরিখো ভালভার্দে। এরপর ডি বক্সের ভেতর দৌড় দেওয়া কামাভিঙ্গাকে বল বাড়ান এই উরুগুইয়ান মিডফিল্ডার। প্রথম স্পর্শে বল ঠিক ছয় গজের ভেতর বাড়িয়ে দেন কামাভিঙ্গা। আর দৌড়ে এসে ছয় গজের ভেতর থেকে হাফ ভলিতে বল জালে জড়ান রদ্রিগো। তাতেই রিয়ালের ১-০ ব্যবধানের জয় নিশ্চিত হয়।

রদ্রিগোর গোলের আগে গোটা ম্যাচেই রিয়ালের রক্ষণকে বেশ ভুগিয়েছে ইন্টারের আর্জেন্টাইন স্ট্রাইকার লটারো মার্টিনেজ, এডেন জেকোরা। তবে তাদের একের পর এক আক্রমণ ভেস্তে দিয়েছেন থিবো কোর্তোয়া। একাই ঠেকিয়েছেন পাঁচটি শট। যার মধ্যে ঝাঁপিয়ে পড়ে ফিরিয়েছেন দুটি শট। তিনটি নিশ্চিত গোলও ফিরিয়েছেন এই বেলজিয়ান গোলরক্ষক। আর তাই তো ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারটিও উঠেছে কোর্তোয়ার হাতেই।

খেলা শুরুর ৯ মিনিটের মাথায় দুর্দান্ত এক আক্রমণে রিয়ালের রক্ষণকে ফাঁকি দিয়ে এডেন জেকোকে দারুণ এক বল বাড়ান স্ক্রিনিয়ার। বল ধরে দারুণ এক শটও নেন জেকো কিন্তু বাধা হয়ে দাঁড়ান থিবো কোর্তোয়া। দারুণ সেভে রিয়ালের ত্রাতা এই বেলজিয়ান। এরপর জবাব দেয় রিয়ালও। ১৪তম মিনিটে মধ্যমাঠ থেকে বল সংগ্রহ করে এগিয়ে নিয়ে ডি বক্সের ঠিক সামনে থেকে দারুণ এক শট নেন ক্যাসেমিরো। কিন্তু তা সামান্য বাইরে দিয়ে বেরিয়ে গেলে গোলের দেখা পাওয়া হয়নি রিয়ালের।

মিনিট পাঁচেক পরে লটারো মার্টিনেজ প্রতি আক্রমণে পেরিসিচের ভাসানো বলে হেড করলেও তা ঝাঁপিয়ে পড়ে রুখে দেন কোর্তোয়া। তাতে আবারও নিশ্চিত গোলের হাত থেকে রক্ষা পায় রিয়াল। ৩৬তম মিনিটে লুকা মদ্রিচের কর্নার থেকে নিজেকে ফাঁকায় নিয়ে গিয়ে লাফিয়ে উঠে হেড করেন মিলিতাও কিন্তু তা সামান্যের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধের শেষ মুহূর্তে পেরিসিচের দুর্দান্ত এক ক্রসে পা বাধান জেকো কিন্তু এবারেও দৃঢ় হাতে রিয়ালকে ম্যাচে ধরে রাখেন কোর্তোয়া।

বিজ্ঞাপন

বিরতির পর ফিরেও একই চিত্রের দেখা মেলে। ৫৪তম মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে দারুণ এক হেড করেন জেকো কিন্তু তার থেকেও দারুণ এক সেভ করেন থিবো কোর্তোয়া। এদিন যেন গ্লাভসে চুম্বক লাগিয়েই মাঠে নেমেছিলেন কোর্তোয়া। ইন্টারের একের পর এক আক্রমণ একা হাতেই রুখে দিচ্ছিলেন এই বেলজিয়ান গোলরক্ষক।

এরপর ম্যাচের বাকি সময় দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে। কিন্তু কিছুতেই মিলছিল না গোলের দেখা। তাই তো ম্যাচের ৬৫তম মিনিটে দলের প্রথম পরিবর্তন আনেন রিয়াল কোচ কার্লো আনচেলোত্তি। লুকাস ভাস্কেজকে তুলে নিয়ে রদ্রিগোকে মাঠে নামান এই ইতালিয়ান কোচ। এরপর ৮০তম মিনিটে মদ্রিচের বদলি হিসেবে নামেন কামাভিঙ্গা। শেষ পর্যন্ত এই জুটিতেই দেখা মিলল গোলের।

ম্যাচের তখন ৮৯তম মিনিটের খেলা চলছে, ইন্টারের ডি বক্সের কিছুটা দূর থেকে বাঁ দিক থেকে আক্রমণে ওঠে রিয়াল। মধ্যমাঠ থেকে খানিক এগিয়ে বল নিয়ে একটু সামনে যান ফেদেরিখো ভালভার্দে। এরপর ডি বক্সের ভেতর দৌড় দেওয়া কামাভিঙ্গাকে বল বাড়ান এই উরুগুইয়ান মিডফিল্ডার। প্রথম স্পর্শে বল ঠিক ছয় গজের ভেতর বাড়িয়ে দেন কামাভিঙ্গা। আর দৌড়ে এসে ছয় গজের ভেতর থেকে হাফ ভলিতে বল জালে জড়ান রদ্রিগো। তাতেই রিয়ালের ১-০ ব্যবধানের জয় নিশ্চিত হয়।

সারাবাংলা/এসএস

২০২১/২২ মৌসুমে ইন্টার মিলান বনাম রিয়াল মাদ্রিদ উয়েফা চ্যাম্পিয়নস লিগ কামাভিঙ্গা রদ্রিগো রিয়ালের জয়

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর