Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপে বোলারদের ‘কঠিন চ্যালেঞ্জ’ দেখছেন তাসকিন


১৫ সেপ্টেম্বর ২০২১ ২৩:১৮

বাংলাদেশ সর্বশেষ যে দুটি সিরিজ খেলেছে দুটিতেই ছিল বোলারদের জয়জয়কার। মিরপুরের উইকেট এমনিতেই বোলারদের, বিশেষ করে স্পিনারদের জন্য সহায়ক। সর্বশেষ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের উইকেট ছিল আরও বোলিং সহায়ক। তবে পরপর দুই সিরিজ বোলিং সহায়ক উইকেটে খেললেও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বোলারদের জন্য চ্যালেঞ্জ দেখছেন তাসকিন আহমেদ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত বাংলাদেশ দলে আছে তাসকিনের নাম। অনেকদিন অবশ্য নিয়মিত টি-টোয়েন্টি খেলা হচ্ছে না তাসকিনের। সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সিরিজে একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। সুবিধা করতে পারেননি। তার আগে অস্ট্রেলিয়া সিরিজে এক ম্যাচও মাঠে নামার সুযোগ পাননি। জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ড সফরে দুটি করে টি-টোয়েন্টি খেলে রান বিলিয়েছেন দু’হাত ভরে। বিশ্বকাপের আগে তাই নিজেকে আলাদভাবে তৈরি করতে লেগে পড়েছেন তাসকিন।

বিজ্ঞাপন

টানা ক্রিকেটীয় ব্যস্ততা শেষে টি-টোয়েন্টি দলের বাকি প্রায় সব সদস্যরাই ছুটি কাটাচ্ছেন। কিন্তু তাসকিন অনুশীলন শুরু করেছেন। আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গতি তারকা বলছিলেন, ‘আইসিসি ইভেন্ট, অবশ্যই ফ্ল্যাট ট্র্যাক বা স্পোর্টিং উইকেট হবে। চ্যালেঞ্জিং হবে বোলারদের জন্য। তবে একই সময়ে প্রয়োগটা ভালোভাবে করতে পারলে, ভালো করার সুযোগও থাকবে।’

চ্যালেঞ্জ জয় করে সাফল্য ধরার পরিকল্পনাও করে রেখেছেন। তাসকিন বললেন, ‘আসলে প্রস্তুতির জন্য আমরা ১০ দিন পাচ্ছি এবং কিছু প্র্যাকটিস ম্যাচও পাব, হয়তো তিনটার মতো। যে রকম কন্ডিশনই হোক, সেরকম পরিকল্পনার প্রয়োগ করতে হবে। যখন কাটার কম ধরে, ইয়র্কার বা লেংথ বলের প্রয়োগটা তখন অনেক গুরুত্বপূর্ণ হবে।’

বিজ্ঞাপন

সুযোগ পেলে দারুণ কিছু করে দেখানোর অপেক্ষায় ২৬ বছর বয়সী তরুণ পেসার, ‘আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি যে বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেয়েছি এবার। খুবই রোমাঞ্চিত আমি। ওমানে এর আগে আমার কখনও খেলতে যাওয়া হয়নি। এমনকি দুবাইতেও যে ইভেন্টগুলো হয়েছে, আমি এখনও পর্যন্ত ম্যাচ খেলিনি। আমার জন্য ওমান ও দুবাইতে খেলাটা একদম নতুন হবে, যদি সুযোগ হয় (ম্যাচ খেলার)। আমি রোমাঞ্চিত, একই সময়ে চাই ভালো কিছু উপহার দিয়ে ম্যাচ জেতাতে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ তাসকিন আহমেদ বাংলাদেশ ক্রিকেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর