দর্শক ফিরছে আইপিএলে
১৫ সেপ্টেম্বর ২০২১ ২০:১৩
করোনাভাইরাসের কারণে অন্য সব টুর্নামেন্টের মতো আইপিএলেও দর্শক প্রবেশ নিষিদ্ধ হয়েছিল। আইপিএলের দর্শকরা গ্যালারীতে বসে খেলা দেখার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন ২০১৯ সাল থেকে। সেই বন্ধ দরজা খুলতে যাচ্ছে এবার। সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে ১৪তম আইপিএলের দ্বিতীয় ভাগ। দ্বিতীয় ভাগের প্রথম দিন থেকেই গ্যালারীতে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা।
বুধবার (১৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইপিএল কর্তৃপক্ষ। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট এএসপিএন ক্রিকইনফো তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, গতকাল মঙ্গলবার দর্শক ফেরানোর বিষয়টি প্রতিটি ফ্রাঞ্চাইজিকে জানিয়ে দিয়েছেন আইপিএলের চিফ অপারেটিং অফিসার হেমাঙ্গ আমিন।
১৪তম আইপিএলের শুরুটা হয়েছিল ভারতে। ভারতজুড়ে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়লে ২০২১ সালের মে মাসে স্থগিত হয়ে পড়ে আইপিএল। আগেই জানানো হয়েছিল স্থগিত আইপিএলের বাকি অংশ হবে সংযুক্ত আরব আমিরাতে। দুবাই, আবু ধাবি ও শারজাহ, এই তিনটি ভেন্যু মিলিয়ে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। আগামী শুক্রবার থেকে আইপিএলের টিকিট কিনতে পারবেন দর্শকরা।
এদিকে, আইপিএল শেষ হতেই মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। শোনা যাচ্ছে, আইপিএলে দর্শক উপস্থিতির বিষয়টি সফল হলে বিশ্বকাপেও দর্শক প্রবেশের বিষয়টি ভাববে কর্তৃপক্ষ। বিশ্বকাপ মাঠে গড়ানোর কথা ১৯ অক্টোবর থেকে।