Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ মাঠে নামছে রিয়াল, লিভারপুল, পিএসজি, ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২১ ১৪:৪৪ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২১ ১৪:৪৮

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) উয়েফা চ্যাম্পিয়নস লিগ (ইউসিএল) ২০২১/২২ মৌসুমের উদ্বোধনী দিনে মাঠে নেমেছিল বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, বর্তমান চ্যাম্পিয়ন, ম্যানচেস্টার ইউনাইটেড এবং জুভেন্টাসের মতো দলগুলো। আর একদিন পরেই মাঠে নামছে রিয়াল মাদ্রিদ-ইন্টার মিলান, ম্যানচেস্টার সিটি, পিএসজি, লিভারপুল-এসি মিলানের মতো দলগুলো।

বুধবার (১৫ সেপ্টেম্বর) ইউসিএলের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদ ইন্টার মিলানের বিপক্ষে যাত্রা শুরু করবে টুর্নামেন্টের। এদিকে লিওনেল মেসি, নেইমার জুনিয়র এবং কিলিয়ান এমবাপের মতো মহাতারকাদের নিয়ে গড়া প্যারিস সেইন্ট জার্মেই এবং পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিও এদিন পৃথক ম্যাচে মাঠে নামছে। দীর্ঘদিন পরে ইউসিএলের দ্বিতীয় সফলতম ক্লাব এসি মিলান আবারও ফিরে লড়বে লিভারপুলের বিপক্ষে।

বিজ্ঞাপন

ইন্টার মিলান বনাম রিয়াল মাদ্রিদ—

বাংলাদেশ সময় রাত ১টায় ইন্টার মিলানের মাঠে আতিথ্য নেবে রিয়াল মাদ্রিদ। গেল মৌসুমেও চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল এই দুই দল। আর দুই ম্যাচেই ইন্টার মিলানকে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। সে সময় রিয়ালের ডাগআউটে ছিলেন কিংবদন্তি জিনেদিন জিদান। তবে এবার পাল্টে গেছে রিয়ালের ডাগআউটের চিত্র। জিদানের পরিবর্তে আবারও রিয়ালের কোচ হয়ে ফিরেছেন কার্লো আনচেলোত্তি।

চ্যাম্পিয়নস লিগের ম্যাচে মাঠে নামার আগে দুর্দান্ত ফর্মে আছে রিয়াল। লিগে নিজেদের প্রথম চার ম্যাচের তিনটিতে জিতেছে লস ব্ল্যাঙ্কোসরা। চার ম্যাচে রিয়ালের গোলের সংখ্যা দাঁড়িয়েছে ১৩টিতে যা ইউরোপের সেরা পাঁচ লিগের ক্লাবগুলোর মধ্যে সর্বোচ্চ। এদিকে ১১ বছর ইতালির চ্যাম্পিয়ন হওয়া ইন্টার নিজেদের প্রথম তিন ম্যাচের মধ্যে দুটিতে জিতেছে আর ড্র করেছে নিজেদের শেষ ম্যাচটি।

বিজ্ঞাপন

ইনজুরির কারণে এদিন রিয়াল ফারল্যান্ড মেন্ডি, গ্যারেথ বেল, মার্সেলো এবং টনি ক্রুসের মতো খেলোয়াড়দের পাচ্ছে না। অন্যদিকে ইন্টারের তেমন কোনো ইনজুরির সমস্যা না থাকলেও দলের সেরা তারকা রোমেলু লুকাকু এবং আশরাফ হাকিমিকে বিক্রি করে কিছুটা দুর্বল হয়ে পড়েছে ক্লাবটি।

লিভারপুল বনাম এসি মিলান—

দীর্ঘ দিন পর আবারও চ্যাম্পিয়নস লিগে ফিরেছে টুর্নামেন্টের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ শিরোপাধারী এসি মিলান। তাদের প্রতিপক্ষ ২০১৯ সালে নিজেদের ষষ্ঠ চ্যাম্পিয়নস লিগ জেতা লিভারপুল। এই ম্যাচের আগে দলের সেরা তারকা জ্লাতান ইব্রাহিমোভিচকে হারিয়েছে এসি মিলান। এছড়াও গোড়ালির ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন বাকায়োকো। অন্যদিকে লিভারপুলের প্রধান স্ট্রাইকার রবের্তো ফিরমিনোও ছিটকে গেছেন হ্যামস্ট্রিং ইনজুরির কারণে। ম্যাচটি অ্যানফিল্ডে শুরু হবে বুধবার বাংলাদেশ সময় রাত ১টায়।

ক্লাব ব্রুগ বনাম পিএসজি—

বার্সেলোনা থেকে লিওনেল মেসিকে উড়িয়ে এনেছে, সঙ্গে রিয়ালের লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দলে রেখে দিয়েছে কিলিয়ান এমবাপেকে। এছাড়াও রিয়াল থেকে সার্জিও রামোস, এসি মিলান থেকে জিয়ানুলুইগি ডোনারুম্মা, ইন্টার মিলান থেকে আশরাফ হাকিমি এবং লিভারপুল থেকে ওয়াইনাল্ডুমকে দলে ভিড়িয়েছে প্যারিস সেইন্ট জার্মেই। এতেই নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জয়ের আশা করছে প্যারিসিয়ানরা। তাদের গ্রুপেই এবার দেখা মিলেছে আরেক হেভিওয়েট ক্লাব ম্যানচেস্টার সিটির। তবে ২০২১/২২ মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে ক্লাব ব্রুগের বিপক্ষের মাঠে নামছে পিএসজি। আন্তর্জাতিক বিরতির পর বিশ্রাম নিয়ে চ্যাম্পিয়নস লিগের স্কোয়াডে ফিরেছেন লিওনেল মেসি এবং নেইমার জুনিয়র। তবে ইনজুরির কারণে এখনো দলে নেই সার্জিও রামোস। ক্লাব ব্রুগের বিপক্ষে পিএসজির ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

ম্যানচেস্টার সিটি বনাম আরবি লাইপজিগ—

চ্যাম্পিয়নস লিগ জয়ের জন্য মরিয়া ম্যানচেস্টার সিটি খরচ করছে কাড়িকাড়ি টাকা। এবারেও ১১৭ মিলিয়ন ইউরোর বিনময়ে অ্যাস্টন ভিলা থেকে ইংলিশ মিডফিল্ডার জ্যাক গ্রিলিশকে দলে ভিড়িয়েছে সিটিজেনরা। তাতেই যদি গেলবারের ফাইনালে চেলসির কাছে হারের ক্ষত থেকে সেরে উঠে শিরোপা ঘরে ওঠে। তবে সিটিজেনদের সবচেয়ে দুর্বলতার জায়গা হয়ে দাঁড়িয়েছে ফরোয়ার্ড। সার্জিও আগুয়েরোর দল সিটি ছেড়ে বার্সেলোনায় পাড়ি জমানোর পর তার বদলি হিসেবে হ্যারি কেইনকে দলে ভেড়ানোর চেষ্টা করে সিটি। কিন্তু টটেনহাম হটস্পার্স কোনো রকমের আলোচনায় বসতে রাজী না হওয়ায় কোনো স্ট্রাইকারই আর দলে ভেড়াতে পারেনি সিটি। তবে এসব কিছুকে পাশে রেখেই চ্যাম্পিয়নস লিগ জয়ের আশায় যাত্রা লাইপজিগের বিপক্ষে আজ রাতে মাঠে নামছে পেপ গার্দিওলার দল।

এছাড়াও এদিন আরও মাঠে নামছে বরুশিয়া ডর্টমুন্ড। তাদের প্রতিপক্ষ বেসিকতাস। অ্যাটলেটিকো মাদ্রিদ খেলবে এফসি পোর্তোর বিপক্ষে। আর স্পোর্টিং সিপি নামবে আয়াক্সের বিপক্ষে।

সারাবাংলা/এসএস

ইন্টার মিলান বনাম রিয়াল মাদ্রিদ উয়েফা চ্যাম্পিয়নস লিগ প্যারিস সেইন্ট জার্মেই ম্যানচেস্টার সিটি লিভারপুল বনাম এসি মিলান