Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সালাহর ১০০ গোল ছোঁয়ার দিনে লিভারপুলের জয়

স্পোর্টস ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২১ ০৩:৪৪ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২১ ১২:৩০

প্রিমিয়ার লিগে ১০০তম গোলের দেখা পেয়েছেন মোহাম্মদ সালাহ। তার সঙ্গে সাদিও মানে এবং ফ্যাবিনহোর গোলে লিডসের বিপক্ষে ৩-০ গোলের জয় তুলে নিয়েছে লিভারপুল।

লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে প্রথম দুই ম্যাচে জয়ের পর আন্তর্জাতিক বিরতির আগে চেলসির সঙ্গে ১-১ ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছিল লিভারপুল।

ম্যাচের ২০তম মিনিটের মাথায় ডি-বক্সের সামনে থেকে জোয়েল মাতিপের পাস ডান দিকে খুঁজে পায় ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডকে। তার বাড়ানো বলে কাছ থেকে পায়ের টোকায় ঠিকানা খুঁজে নেন সালাহ। আর তাতেই ৩০তম খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন সালাহ। তার (১৬২) চেয়ে কম ম্যাচে এই কীর্তি গড়তে পেরেছেন কেবল চার জন।

 

এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে দুটি সুযোগ হাতছাড়া করেন মানে ও সালাহ। তবে দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটের মাথায় ফ্যাবিনহোর দারুণ এক গোলে ব্যবধান ২-০ হয় অল রেডসদের।

খেলার ৬০ মিনিটের মাথায় এলিয়টকে পেছন থেকে মারাত্মক ফাউল করে লাল কার্ড দেখেন ডিফেন্ডার পাসকাল স্ট্রাউক। মাঠে কিছুক্ষণ চিকিৎসার পর স্ট্রেচারে মাঠ ছাড়েন লিভারপুল মিডফিল্ডার।

প্রায় ৩০ মিনিট এক জন খেলোয়াড় বেশি নিয়ে খেলার সুযোগ পায় অল রেডসরা। আর তার সুযোগ কাজে লাগাতে পারেনি সালাহ-মানেরা। তবে নির্ধারিত সময় শেষে যোগ করা অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে জর্ডান হ্যান্ডারসনের ক্রস নিয়ন্ত্রণে নিয়ে মানেকে বাড়ান থিয়াগো। বল জালে জড়িয়ে অল রেডসদের ৩-০ গোলের জয় নিশ্চিত করেন সেনেগালের এই ফরোয়ার্ড। প্রিমিয়ার লিগে এটি মানের ৯৯তম গোল।

বিজ্ঞাপন

চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষ দুইয়ে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসিকে স্পর্শ করেছে লিভারপুল। এখনও জয় না পাওয়া লিডস ২ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে আছে। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে চারে আছে গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

সারাবাংলা/এসএস

ইপিএল ইংলিশ প্রিমিয়ার লিগ লিভারপুল বনাম লিডস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর