Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লাইপজিগকে হারিয়ে টানা তৃতীয় জয় বায়ার্নের

স্পোর্টস ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২১ ০৩:৫৬

জার্মান বুন্দেস লিগায় উদ্বোধনী ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে ২০২১/২২ মৌসুম শুরু করে বায়ার্ন মিউনিখ। তবে এরপর ঘুরে দাঁড়িয়ে টানা তৃতীয় ম্যাচ জিতে নিল বাভারিয়ানরা। লাইপজিগের রেড বুল অ্যারেনায় শনিবার লিগ ম্যাচটি ৪-১ গোলে জিতেছে জুলিয়ান নাগেলসম্যানের দল।

ম্যাচের শুরুতে রবার্ট লেভান্ডোফস্কির গোলে লিড নেয় বায়ার্ন। এরপর জামাল মুসিয়ালা ও লেরয় সানের গোলে লিড ৩-০ নেয় বাভারিয়ানরা। লাইপজিগের হয়ে কনরাড লাইমার ব্যবধান কমালেও শেষ দিকে এরিক মাক্সিম চুপো-মোটিংয়ের গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বুন্দেস লিগা চ্যাম্পিয়নরা।

বিজ্ঞাপন

ম্যাচের ১২তম মিনিটে পেনাল্টি স্পট থেকে গোল করে বায়ার্নকে লিড দেন দেন লেভান্ডোফস্কি। এটি এবারের মৌসুমে লেভান্ডোফস্কির ষষ্ঠ গোল।

বিরতির খানিক আগে বদলি নামা মুসিয়ালা দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন। ৪৭তম মিনিটে আলফোন্সো ডেভিসের পাস ডি-বক্সে নিয়ন্ত্রণে নিয়ে বা পাঁয়ের জোরালো শটে দূরের পোস্ট দিয়ে জালে জড়ান মুসিয়ালা। এরপর ম্যাচের ৫৪তম মুসিয়ালার পাস থেকে দলের লিড ৩-০ করেন লেরয় সানে।

বায়ার্ন মিউনিখের বিপক্ষে দারুণ লড়াই করেও হার এড়াতে পারেনি লাইপজিগ। বায়ার্ন মিউনিখের বিপক্ষে দারুণ লড়াই করেও হার এড়াতে পারেনি লাইপজিগ। চার মিনিট পর বক্সের অনেক বাইরে থেকে আচমকা জোরালো উঁচু শটে ব্যবধান কমান লাইমার। বামে ঝাঁপিয়েও বলের নাগাল পাননি গোলরক্ষক মানুয়েল নয়্যার।

ম্যাচের শেষ দিকে এসে লাইপজিগের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন এরিক ম্যাক্সিম চুপো-মোটিং। আর তাতেই ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ।

এই জয়ে চার রাউন্ড শেষে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে বায়ার্ন পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করেছে। দিনের আরেক ম্যাচে নবাগত গয়টা ফিউটকে ২-০ গোলে হারানো ভলফসবুর্ক চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে। সমান ম্যাচে মাত্র একটিতে জেতা লাইপজিগ ৩ পয়েন্ট নিয়ে আছে ১৩ নম্বরে।

বিজ্ঞাপন

এদিকে বায়ার লেভারকুজেনের বিপক্ষে তিন তিনবার পিছিয়ে পড়েও এর্লিং হালান্ডের জোড়া গোলে শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বরুশিয়া ডর্টমুন্ড। চলতি মৌসুমে বুন্দেস লিগায় হালান্ডের গোল সংখ্যা এখন পাঁচটি।

সারাবাংলা/এসএস

জার্মান বুন্দেস লিগা টপ নিউজ বুন্দেস লিগা লাইপজিগ বনাম বায়ার্ন মিউনিখ