Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে যুব দলের দারুণ জয়


১০ সেপ্টেম্বর ২০২১ ২১:১৩

১৫৪ রানের জবাব দিতে নেমে ৩৪ ওভার শেষে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের স্কোর ছিল ১০১/৪। অর্থাৎ জিততে বাকি ১৬ ওভারে ৫৪ রান লাগত সফরকারীদের। হাতে ছয় উইকেট ছিল বলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের চেয়ে আফগানদের জয়টা সহজ মনে হচ্ছিল। তবে শেষ দিকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ১৬ রানে জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিকরা।

বিজ্ঞাপন

তালেবানরা আফগানিস্তানের ক্ষমতায় বসলে অনিশ্চিত হয়ে পড়েছিল এই সিরিজ। অনিশ্চয়তা কাটিয়ে সপ্তাহ খানেক আগে ঢাকায় পৌঁছা আফগান যুবারা আজ প্রথম ওয়ানডে খেলতে নেমে বোলিং করেছে দুর্দান্ত। ১২ রানে দুই উইকেট তুলে নিয়ে শুরুতেই চাপে ফেলে টস জিতে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশ যুব দলকে।

এরপর প্রতিরোধ গড়ে তোলেন প্রান্তিক নওরোজ নাবিল ও আইচ মোল্লা। কিন্তু ১৬ রানের ব্যবধানে এই দুজন ফিরলে আবারও বিপদে পড়ে বাংলাদেশি যুবারা। অধিনায়কের দায়িত্ব পাওয়া মেহেরব হাসান দলকে টেনে তোলার চেষ্টা করেছেন। বাকিদের কেউই তাকে সেভাবে সঙ্গ দিতে পারলেন না বলে দেড়শ পেরুতেই শেষ হয়েছে বাংলাদেশের ইনিংস।

৩৮.৩ ওভারে ১৫৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ৫৭ বল খেলে ৩টি চার ২টি ছয়ে ৪৯ রান করেন মেহেরব। ওপেনার নাবিল ৭৮ বলে করেছেন ৪২ রান। ২২ রান এসেছে আইচ মোল্লার ব্যাট থেকে। আফগানিস্তানের হয়ে বিলাল সামি ২১ রানে চারটি ও শাহিদুল্লাহ হাসানি ৩৮ রানে তিন উইকেট নেন।

বিজ্ঞাপন

জবাব দিতে নেমে শুরুটা ভালোই হয়েছিল আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের। ওপেনার সুলেমান আরবজাইকে হারিয়ে পঞ্চাশ পেরিয়ে যায় সফরকারীরা। ৫৪ রানের মাথায় আফগান ওপেনার ইজাজ আহমেদকে (১৮) ফেরান নাইমুর রহমান। এরপর গলার কাঁটা হয়ে থাকা সুলাইমান সাফিকেও ফেরান বাংলাদেশি তরুণ। সাফি ফেরার পর বাকিদের সেভাবে দাঁড়াতেই দেয়নি স্বাগতিকরা।

৪৮.২ ওভারে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ১৩৮ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। সফরকারীদের পক্ষে সুলাইমান সাফি ৯২ বলে ৪৮ রান করেন। ২৬ রান করেছেন খারোটে।

বাংলাদেশ যুব দলের হয়ে ৯.২ ওভারে মাত্র ২০ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন রিপন মন্ডল। দুটি করে উইকেট নিয়েছেন আশিকুর জামান ও নাইমুর রহমান।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাদেশ ক্রিকেট বিসিবি

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর