শেষটা ভালো হলো না বাংলাদেশের
১০ সেপ্টেম্বর ২০২১ ১৯:৩৩ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১ ০৮:৩৭
সিরিজের শেষ ম্যাচ জিততে বাংলাদেশকে তুলতে হতো ১৬২ রান। শুরুতেই বিপদে পড়া বাংলাদেশকে আফিফ হোসেন ধ্রুব ও মাহমুদউল্লাহর পঞ্চম জুটি অনেকটা টানল বটে তবে সেটা পর্যাপ্ত ছিল না। শেষ দিকে আফিফকে সঙ্গ দিতে পারেননি কেউই। সব মিলিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টিতে ২৭ রানে হেরেছে বাংলাদেশ।
নিউজিল্যান্ড সিরিজের শেষটা ভালো হলো না বাংলাদেশের। অবশ্য আগেই সিরিজ জয় নিশ্চিত করে রেখেছিল স্বাগতিকরা। এই হারে ৩-২ ব্যবধানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করল বাংলাদেশ।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চার পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছিল মাহমুদউল্লাহর দল। সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, সাইফউদ্দিন ও শেখ মেহেদি হাসানের বদলে মাঠে নেমেছিলেন সৌম্য সরকার, শামীম পাটোয়ারী, শরিফুল ইসলাম এবং তাসকিন আহমেদ।
তাসকিন, শরিফুল বোলিংয়ে সফল হতে পারেননি। ডেথ ওভারে দু’হাত ভরে রান বিলিয়েছেন দুজন। পরে ব্যাট হাতে ব্যর্থ সৌম্য, শামীমও। লিটন দাস ১২ বলে ১০ রান করে ফিরলে তিনে নেমে সৌম্যর সংগ্রহ ৯ বলে ৪ রান। কিছুক্ষণ পর নাইম শেখ ও মুশফিকুর রহিম ৮ বলে ব্যবধানে ফিরলে বাংলাদেশ চাপে পড়েছে সেখানেই।
মুশফিক রাচিন রবীন্দ্রকে হাঁকাতে গিয়ে সীমানায় ধরা পড়েছেন ৮ বলে ৩ রানে। নাইম বেন সিয়ার্সের বলে ঠিকমতো ব্যাট নিতে না পেরে ধরা পড়েছেন উইকেটরক্ষকের গ্লাভসে (২১ বলে ৩ চারে ২৩)। এরপর অধিনায়ক মাহমুদউল্লাহ ও আফিফ হোসেন ধ্রুবর ৬৪ রানের পঞ্চম উইকেট জুটিটি স্বপ্ন দেখাচ্ছিল।
দুজন ৬৪ রান তুলতে বল খেলেছেন মাত্র ৪৩টি। তবে দলীয় ১০৯ রানের মাথায় ছক্কা হাঁকাতে গিয়ে মাহমুদউল্লাহ সীমানায় ধরা পড়লে পথ হারায় বাংলাদেশ। বাকিদের কেউই সঙ্গ দিতে পারেননি আফিফ হোসেনকে। নুরুল হাসান সোহান এজাজ প্যাটেলের বলে এলবিডব্লিউ হয়েছেন ৪ বলে ৪ রান করে। শামীম পাটোয়ারী জ্যাকব ডাফির বলে সরাসরি বোল্ড ৫ বলে ২ রান করে। আফিফ একপ্রান্ত ধরে অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত।
৩৩ বল খেলে ২ চার ৩ ছয়ে ৪৯ রানে অপরাজিত ছিলেন আফিফ। বাংলাদেশের ইনিংস থেমেছে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রানে। নিউজিল্যান্ডের হয়ে স্কট কুগেলেইন ও এজাজ প্যাটেল দুটি করে উইকেট নিয়েছেন।
এর আগে শুরুতে ফিন অ্যালেন ও শেষ দিকে টিম লাথামের দুর্দান্ত দুটি ইনিংসে ১৬১ রানের বড় সংগ্রহ গড়ে নিউজিল্যান্ড। সাকিব-মোস্তাফিজহীন বোলিং আক্রমণকে শুরুতেই আক্রমণ করেন টস জিতে ব্যাটিং করতে নামা নিউজিল্যান্ডের দুই ওপেনার। রাচিন রবীন্দ্র কিছুটা রয়েসেয়েই খেলেছেন, কিন্তু অপর প্রান্তে মিরপুরের মন্থর উইকেটেও ঝড় তোলেন ফিন অ্যালেন। পাঁচ ওভারে তোলা নিউজিল্যান্ডের ৪৭ রানের ৩৪-ই তার।
পরের ওভারে এই দুজনকে ফিরিয়ে লাগাম টেনে ধরেন শরিফুল। মাঝের ওভারগুলোতে কিউইদের বেঁধে রাখতে পেরেছেন আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকাররা। শরিফুল, তাসকিনদের ওপর দায়িত্ব ছিল শেষ দিকে সফরকারীদের আটকে রাখা। দুই পেসার এই দাবি মেটাতে পেরেছেন কমই।
শেষের ওভারগুলোতে দ্রুত রান তুলে দারুণ এক ফিফটি করেছেন কিউই অধিনায়ক টম লাথাম। শেষ পর্যন্ত ৩৭ বলে ঠিক ৫০ রান করে অপরাজিত ছিরেন লাথাম। তার ইনিংসে চার, ছক্কা ২টি করে। এছাড়া হেনরি নিকোলাস ২১ বলে ২০ রান করেন। ওপেনার অ্যালেন ৪১ রান করেছেন ২৪ বলে ৪টি চার ৩টি ছক্কায়।
বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম ২ উইকেট পেলেও চার ওভারে খরচ করেছেন ৪৮ রান। একটি করে উইকেট নিয়েছেন তাসকিন, নাসুম ও আফিফ।
আফিফ হোসেন ধ্রুব টপ নিউজ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ শরিফুল ইসলাম