Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলে গেলেন নাদির শাহ

স্পোর্টস ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২১ ১১:৫৪ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২১ ১১:৫৯

দীর্ঘদিন ধরেই ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন আইসিসির প্যানেলের বাংলাদেশী সাবেক আম্পায়ার নাদির শাহ। অবশেষে শুক্রবার (১০ সেপ্টেম্বর) ভোর পৌনে ৪টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন স্বনামধন্য এই ক্রিকেট ব্যক্তিত্ব। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

ফুসফুসের ক্যান্সারের বিপক্ষে লড়ছিলেন দীর্ঘদিন ধরেই। বেশ কয়েকবার বিদেশে গিয়েও চিকিৎসা করিয়েছেন তিনি। এর মধ্যে শারীরিক অবস্থার অবনতি হলে সপ্তাহ খানেক আগে তাকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার আরো অবনতি হলে দুই দিন আগে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তবে এরপর আর তাকে ধরে রাখা যায়নি। শুক্রবার না ফেরার দেশে পাড়ি জমান এই ক্রীড়া ব্যক্তিত্ব।

বিজ্ঞাপন

বছর দুয়েক আগে জাতীয় ক্রিকেট লিগের ম্যাচ পরিচালনার সময় মাঠেই অসুস্থ হয়ে পড়েছিলেন নাদির। এরপর থেকে আম্পায়ারিং থেকে বিরতিতে গিয়ে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। বার বার মাঠে ফেরার ইচ্ছা পোষণ করলেও শেষ পর্যন্ত তা আর হয়ে উঠল না।

জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাহাঙ্গীর শাহ বাদশাহর ছোট ভাই নাদির শাহ। ২০০৬ সালে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বাংলাদেশ ও কেনিয়ার মধ্যকার ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং শুরু হয় তার। এরপর থেকে ঘরোয়া ক্রিকেটে বেশ সুপরিচিত হয়ে ওঠেন তিনি।

সারাবাংলা/এসএস

আম্পায়ার টপ নিউজ নাদির শাহ্‌ বাংলাদেশের আম্পায়ার মারা গেলেন নাদির শাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর