Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দল নির্বাচনে অবহিত না করায় অধিনায়কত্ব ছাড়লেন রশিদ খান

স্পোর্টস ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২১ ১০:৩৬

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।  এর কিছুক্ষণ পর দল নির্বাচনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে টুইটারে নিজের সিদ্ধান্ত জানান রশিদ। সেখানেই রশিদ খান জানান তিনি এই মুহূর্তেই আফগানিস্তান দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন।

টুইটারে এক বার্তায় রশিদ খান বলেন, ‘দলের অধিনায়ক ও দেশের দায়িত্বশীল একজন হিসেবে, দল নির্বাচনের অংশ হওয়ার অধিকার আমার প্রাপ্য। কিন্তু এসিবি মিডিয়া যে দল ঘোষণা করেছে, সেটি নিয়ে নির্বাচক কমিটি ও এসিবি আমার সম্মতি নেয়নি। আফগানিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব থেকে আমি পদত্যাগ করছি, যা কার্যকর হচ্ছে এই মুহূর্ত থেকেই।’

বিজ্ঞাপন

এখনই অবশ্য নিজেদের মূল দল ঘোষণা করেনি এসিবি। বৃহস্পতিবার ১৮ সদস্যের দল ঘোষণা করেছে তারা। যা পরবর্তীতে ১৫ সদস্যের দলে নামিয়ে আনা হবে। বিশ্বকাপের জন্য কোয়ারেনটাইন শুরুর পাঁচদিন আগে পর্যন্ত স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ আছে।

এদিকে এক বছরের নিষেধাজ্ঞার পর আবারও আহমেদ শাহজাদ আফগান দলে ফিরেছেন। ২০১৯ সালের অগাস্টে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন শৃঙ্খলাভঙ্গের ঘটনায়। পরে নিষেধাজ্ঞা শেষ করে ঘরোয়া ক্রিকেটে ফেরেন, আবু ধাবিতে টি-টেন ক্রিকেটে ফেরেন এই বছরের শুরুতে। এবার ফিরতে পারলেন জাতীয় দলে।

এছাড়াও দীর্ঘ সময় পর ফিরলেন শাপুর জাদরান, দওলত জাদরান, হামিদ হাসানরা।

দল ঘোষণার পরপরই আচমকাই নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিলেন আফগান ক্রিকেটের সবচেয়ে বড় তারকা রশিদ খান।

আফগানিস্তান দল: রশিদ খান, রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, উসমান গনি, আসগর আফগান, মোহাম্মদ নবি, নাজিবউল্লাহ জাদরান, হাশমতউল্লাহ শহিদি, মোহাম্মদ শাহজাদ, মুজিব উর রহমান, করিম জানাত, গুলবদিন নাইব, নাভিন উল হক, হামিদ হাসান, শরাফউদ্দিন আশরাফ, দওলত জাদরান, শাপুর জাদরান, কাইস আহমেদ।

বিজ্ঞাপন

রিজার্ভ খেলোয়াড়: আফসার জাজাই, ফরিদ আহমাদ মালিক।

সারাবাংলা/এসএস

অধিনায়কত্ব ছাড়লেন আফগান ক্রিকেট বোর্ড আফগানিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ বিশ্বকাপ দল ঘোষণা রশিদ খান

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর