‘এই মুহূর্তে এটাই বাংলাদেশের সেরা দল’
১০ সেপ্টেম্বর ২০২১ ১০:২১
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে চমক নেই বললেই চলে। তামিম ইকবাল আগেই বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। তামিমের অনুপস্থিতিতে যে কয়েকজন ক্রিকেটার বাংলাদেশের হয়ে সম্প্রতি টি-টোয়েন্টি সিরিজগুলো খেলেছেন, তাদের মধ্য থেকেই বিশ্বকাপ দল নির্বাচন করা হয়েছে। কেমন হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের এই দল?
সারাবাংলার কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সাবেক তিন ক্রিকেটার ফারুক আহমেদ, খালেদ মাসুদ পাইলট ও জাভেদ ওমর বেলিম বলছেন, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে মাঠে ক্রিকেট গড়ায়নি দীর্ঘ দিন। এরপর ক্রিকেট শুরু হলেও নতুন ক্রিকেটারদের বাজিয়ে দেখার খুব বেশি সুযোগ পাননি নির্বাচকরা। এমন পরিস্থিতিতে যে কয়েকজন ক্রিকেটার সাম্প্রতিক সময়ে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি খেলছিলেন, তাদের মধ্য থেকে এটিই সেরা দল।
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ সারাবাংলাকে বলেন, ‘আমার মনে হয় বিশ্বকাপ দল খারাপ হয়নি। তামিম থাকলে ভালো হতো। তার জায়গায় সৌম্য সরকার আসছে। সে অবশ্য ফর্মে নেই। তবে জিম্বাবুয়েতে ভালো ইনিংস খেলেছে। সেটি হয়তো বিবেচনা করা হয়েছে।’
আরও পড়ুন-
- যে কারণে শামীম আছেন, মোসাদ্দেক নেই
- ৮ জনের প্রথম বিশ্বকাপ, ওরা ৩ জন প্রতিবারই
- তামিমের শুভকামনা, প্রধান নির্বাচক বললেন ‘দুর্ভাগ্য’
- রুবেল-বিপ্লব-তাসকিনের অন্তর্ভুক্তিতে যা বললেন নান্নু
- চমক ছাড়াই বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা
- এক নজরে বিশ্বকাপ দলের টাইগারদের টি-টোয়েন্টি পারফরম্যান্স
বোলিং ডিপার্টমেন্ট নিয়ে ফারুক বলেন, ‘একজন কার্যকর লেগ স্পিনার থাকলে খুবই ভালো হতো, ভিন্নতা আসত। কিন্তু দলে এই মুহূর্তে খুব ভালো লেগ স্পিনার নেই। তরুণ শামীম পাটোয়ারী (অভিষেকের পর) খুব বেশি কিছু দেখানোর সুযোগ পায়নি। কিন্তু তার সামর্থ্য আছে। ধ্রুব (আফিফ) খুবই ভালো ক্রিকেটার। পেস আক্রমণে প্রয়োজন হলে তাসকিনকে (একাদশে) পাওয়া যাবে। মোস্তাফিজ আছে, শরিফুল খুবই ভালো বোলিং করছিল। সাইফউদ্দিন তো দারুণ অলরাউন্ডার।’
বিশ্বকাপ স্কোয়াড নিয়ে সাবেক এই প্রধান নির্বাচকের শেষ মন্তব্য— ‘সব মিলিয়ে চিন্তা করলে টিম খারাপ হয়নি। এই সময়ে হাতে যে ক্রিকেটাররা আছেন, তাদের মধ্যে আমি মনে করি এটিই সেরা টিম।’
এই ‘সেরা টিম’ নিয়ে বিশ্বকাপে বাংলাদেশের সম্ভবনা কতটুকু— এমন প্রশ্নে অবশ্য খুব একটা আশাবাদ দেখাতে রাজি নন ফারুক আহমেদ। তার মন্তব্য, ‘আসলে উইকেট থেকে সহযোগিতা না পেলে আমি খুব বেশি আশাবাদী নই।’
প্রায় একই অভিমত জানালেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটও। সম্ভাব্যদের মধ্য থেকে সেরা টিমই নির্বাচন করা হয়েছে জানিয়ে তিনি সারাবাংলাকে বলছিলেন, ‘তামিম থাকলে খুবই ভালো হতো। কিন্তু সে নেই। আবার কোভিডের কারণে অনেকদিন খেলা বন্ধ ছিল। তাই খুব বেশি ক্রিকেটারদের দেখার সুযোগও ছিল না। অন্য কারও সামর্থ্য হয়তো ছিল, কিন্তু দেখানোর সুযোগ তো পায়নি। নির্বাচকরাও অন্য কাউকে দেখার সুযোগ পাননি সেভাবে। তাই হয়তো দল নির্বাচন করতে গত সিরিজগুলোর দলের মধ্যেই তারা থেকেছেন। স্পিন, পেস বোলিংয়ে বিকল্প রাখা হয়েছে। সব মিলিয়ে আমি বলব, ভালো টিম হয়েছে।’
এই দল নিয়ে বিশ্বকাপে কতদূর যেতে পারে বাংলাদেশ— এমন প্রশ্ন রাখা হয় পাইলটের কাছেও। এ ক্ষেত্রে ফারুক আহমেদের অভিমতের সঙ্গে পাইলটের অভিমতের ভিন্নতা রয়েছে। তার জবাব— ‘আমি খুবই আশাবাদী দল নিয়ে। প্রথমত শেষ চারের (সেমিফাইনাল) কথা বলব। তারপর দেখা যাক…।’
তামিমের দলে না থাকা নিয়ে আক্ষেপ রয়েছে সাবেক তারকা ওপেনার জাভেদ ওমর বেলিমেরও। সার্বিক বিবেচনায় দল ভালো হয়েছে— ফারুক আহমেদ ও পাইলটের সঙ্গে এ বিষয়েও একমত তিনি।
বেলিম বলেন, ‘আমার মনে হয় বিশ্বকাপ দল ভালোই হয়েছে। ইনজুরির কারণে হয়তো তামিম নেই। তামিম থাকলে আরও ভালো হতো। আসলে খুব বেশি চিন্তা করার সুযোগও ছিল না নির্বাচকদের। মোসাদ্দেক হোসেনকে রাখা হয়নি, শামীম পাটোয়ারীকে রাখা হয়েছে। সম্ভবত শেষ দিকে দ্রুত রান তোলার সামর্থ্যের জন্য তাকে বিবেচনা করা হয়েছে। সব মিলিয়ে আমি বলব ভালো হয়েছে।’
এর আগে, বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্বকাপ দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তার সঙ্গে ছিলেন বাকি দুই নির্বাচক হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাক। চমকহীন এই দলের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে টি-টোয়েন্টি দলের বর্তমান অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকেই। সাকিব, মুশফিকের মতো অভিজ্ঞরা ডাক পেয়েছেন দলে। বিশ্বকাপ দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ নাঈম শেখ, শামীম হোসেন পাটোয়ারি, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ।
বাংলাদেশের বিশ্বকাপ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস, সৌম্য সরকার, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ নাঈম শেখ, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারী, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
রিজার্ভ: রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব।
সারাবাংলা/এসএইচএস/টিআর
খালেদ মাসুদ পাইলট জাবেদ ওমর টপ নিউজ ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশের বিশ্বকাপ দল