Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চমক ছাড়াই বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
৯ সেপ্টেম্বর ২০২১ ১২:১৮ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২১ ১৪:০২

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রিজার্ভ হিসেবে আরও দুজন খেলোয়াড় থাকছেন দলে। অনুমিতভাবেই দলে নেই অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল।

বিশ্বকাপ দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ নাঈম শেখ, শামীম হোসেন পাটোয়ারি, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার পর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশ্বকাপ দল ঘোষণা করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তার সঙ্গে ছিলেন অপর দুই নির্বাচক হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাক।

অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে গঠিত বিশ্বকাপ দলে চমক নেই বললেই চলে। গত কয়েক মাস ধরে যারা জাতীয় দলের টি-টোয়েন্টি সিরিজগুলো খেলছেন তাদের মধ্য থেকেই ১৫ জনকে বেছে নিয়েছেন নির্বাচকরা। যেখানে মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়াও অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে মুশফিকুর রহিম, সাকিব আল হাসানরা আছেন।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন এই দলের ওপর নিজেদের আস্থার কথা জানিয়েছেন। আগামী ১৭ অক্টোবর শুরু হবে বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন। প্রথম রাউন্ডে টাইগারদের প্রথম প্রতিপক্ষ স্কটল্যান্ড। বি গ্রুপের অন্য দুই দল স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনি। প্রথম রাউন্ডে সেরা দুই দলের মধ্যে থাকলে সুপার-১২’র টিকিট পাবে বাংলাদেশ।

স্কোয়াডে রাখা হয়েছে চারজন বিশেষজ্ঞ পেস বোলার। মোস্তাফিজুর রহমানের সঙ্গে জায়গা পেয়েছেন শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও তাসকিন আহমেদ। সাকিব আল হাসান ছাড়া বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন নাসুম আহমেদ ও শেখ মেহেদী হাসান। অনিয়মিত স্পিনার ধরলে বিকল্প থাকছে আরও তিনজন, অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ আর তার সঙ্গে আফিফ হোসেন ও শামীম হোসেন পাটোয়ারি।

বিজ্ঞাপন

বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস, সৌম্য সরকার, নুরুল হাসান, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ নাঈম শেখ, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারী, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

রিজার্ভ: রুবেল হোসেন ও আমিনুল ইসলাম।

সারাবাংলা/এসএস

টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশের দল ঘোষণা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর